ভোটার এলাকা পরিবর্তন করতে চান? তাহলে আপনাকে ভোটার এলাকা পরিবর্তন করার জন্য NID Form 13 পিডিএফ ফরম ডাউনলোড করতে হবে। কেন আপনি ভোটার এলাকা পরিবর্তন করতে চান? বসত বাড়ি অস্থায়ী হওয়ায় অনেক সময় মানুষ অন্য জায়গায় চলে যায়। তখন আপনাকে স্থায়ী ঠিকানায় ভোটার এলাকা পরিবর্তন করতে হবে। আপনি কি ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম জানেন? যদি না জানেন তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
আজকে আমাদের ওয়েবসাইট NIDGOV.COM ভোটার ঠিকানা পরিবর্তন করার সকল তথ্য প্রকাশ করবো। এখান থেকে ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম , ভোটার ঠিকানা পরিবর্তন, ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তন করার জন্য আবেদন, ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে, ভোটার ঠিকানা পরিবর্তন করতে কত ফি লাগে, ভোটার এলাকা পরিবর্তন হতে কত দিন সময় লাগে, নতুন ঠিকানায় ভোটার আইডি কার্ড কিভাবে পাবেন, অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম, ভোটার এলাকা পরিবর্তন NID Form 13 PDF Download, nid address change form 13 download করতে নিচে যান।
ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম
ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম চাচ্ছেন? তাহলে আপনি অনলাইন বা নির্বাচন অফিসের মাধ্যমে এলাকা পরিবর্তন করতে পারবেন। কিভাবে ভোটার এলাকা পরিবর্তন করবেন? তারজন্য আপনাকে https://www.ecs.gov.bd/ ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এবার আবেদনকরীর নাম, এনআইডি নম্বর, জন্ম তারিখ, পরিবর্তিত তথ্য ও স্বাক্ষর প্রদান করতে হবে। এবার আবেদনকৃত ফরম আপলোড করে জমা দিন। তাহলে আপনার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।
আপনাকে সঠিক ভাবে সকল তথ্য দিয়ে ফরম পূরণ করে জমা প্রদান করতে হবে। ভোটার এলাকা পরিবর্তন সময় কি কি কাগজ লাগে? ভোটার আইডি এলাকা স্থান্তর করতে প্রয়োজনীয় নির্দের্শনাবলি তারা দিয়ে দিবে।
এখানে মূল বিষয় হলো আপনাকে ১৩ ফরম আবেদন সঠিক ভাবে পূরণ করতে হবে। ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম বিস্তারিত জানতে আরো পড়ুনঃ
ধাপ ১ঃ আবেদনকারীর তথ্য প্রদান
যার আইডি কার্ডে এলাকা পরিবর্তন করবে তার সকল তথ্য প্রদান করতে হবে। যেম নিজ নাম, এলাকা , এনআইডি নাম্বার ও জন্ম তারিখ সঠিক ভাবে দিতে হবে। কারণ আপনার আগের আইডি সাথে সকল তথ্য মিলতে হবে।
ধাপ ২ঃ বর্তমান ভোটার এলাকার তথ্য প্রদান
যে ভোটার এলাকা পরিবর্তন করবে তার বর্তমান এলাকা দিতে হবে। নিজ ভোটার এলাকার নাম, বাসার হোল্ডিং নাম্বার, গ্রামের নাম, উপজেলার নাম, ভোটার এলাকার নম্বর বা ওয়ার্ড নম্বর, জেলার নাম প্রদান করতে হবে। মনে রাখবেন বর্তমানে যেখানে আপনি এখন আছেন তার তথ্য দিতে হবে। ভুল হলে আপনি পরবর্তী ধাপে যে পারবেন না।
ধাপ ৩: পরিবর্তিত ঠিকানার তথ্য প্রদান
আপনি যে এলাকায় পরিবর্তিত হহতে যাচ্ছেন সেই এলাকার তথ্য দিতে হবে। পরিবর্তিত ভোটার এলাকার নাম, জেলার নাম, উপজেলার নাম, ইউনিয়ন/ সিটি কর্পোরেশন/ পৌরসভা নাম, ভোটার এলাকার রাস্তা নাম্বর, ওয়ার্ড নম্বর, একটি মোবাইল নাম্বর, ডাকঘর ও পোস্ট কোড সঠিক ভাবে প্রদান করতে হবে।
ধাপ ৪: ভোটার এলাকা পরিবর্তনের কারণ
আপনি যখন ভোটার এলাকা পরিবর্তন করতে চাইবেন তখন কারণ দেখাতে হবে। অনেক সময় নারীর ক্ষেত্রে পরিবর্তন বেশি হয়। কারণ তারা বিয়ের আগে বাবার এলাকা দেওয়া হয়। বৈবাহিক কারণে বেশির ভাগ ভোটার এলাকা পবির্তন হয়ে থাকে। ভোটার এলাকা কারণ দুটি অপশন পূরণ করতে হবে। প্রথমত আপনি বর্তমান ঠিকানায় কত দিন স্থায়ী বসবাস করেছেন? ২য় আপনার স্থানান্তর কারণ লিখতে হবে।
ধাপ ৫: আবেদনকারী ও তথ্য শনাক্তকারীর স্বাক্ষর
৮ নম্বর পয়েন্ট আপনাকে বর্ণিত ঠিকানায় অবস্থানের দলিল প্রদান করতে হবে। যার জন্য আপনাকে কাউন্সিল বা পৌরসভার থেকে চেয়ারম্যান কতৃক সনদ পত্র প্রদান করতে হবে। সাথে ইউটিলিটি বিল ও পৌরকর রশিদ দেখাতে হবে। সকল রশিদ উপর প্রতিনিধি কতৃক স্বাক্ষর ও সিল মহর দিতে হবে। না হলে সকল কাগজ পত্র বাতিল হিসেবে গণ্য হবে। আবেদনকারীর সনাক্ত করণে স্বাক্ষর , নাম. আইডি নাম্বর ও ঠিকানা দিতে হবে।
উপরের নিয়ম অনুযায়ী আপনাকে ফরম ১৩ পূরণ করতে হবে। তারপর আপনাকে আবেদন কৃত ফরম উপজেলা নির্বাচন কমিশনে জমা প্রদান করতে হবে। তাহলে কিছু দিনের মধ্যে আপনার ভোটার এলাকা স্থানান্তর করে দিবে।
ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তন করার জন্য আবেদন
এক স্থান থেকে অন্য স্থানে চলে গেলে নতুন ঠিকানার প্রয়োজন হয়। বিশেষ করে সরকারি সেবা প্রয়োজন হলে আপনার ভোটার আইডির সাথে মিল থাকতে হবে। আপনি কি ভোটার ঠিকানা পরিবর্তন করতে চান? তাহলে আপনাকে সর্বপ্রথম আবেদন করতে হবে।
কিভাবে ভোটার এলাকা পরিবর্তন জন্য আবেদন করবেন? তারজন্য আপনাকে প্রথমে ১৩ ফরম লিংক https://www.ecs.gov.bd ভিজিট করতে হবে। সেখানে আপনার নাম, ঠিকানা , পিতা মাতার নাম , জন্ম তারিখ, আইডি নাম্বার দিয়ে পূরণ করতে হবে। পূরণ কৃত ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র উপজেলায় জমা প্রদান করতে হবে। এবার আপনাকে ভোটার আইডি সংশোধন ফি দিতে হবে। ভোটার আিইডি কার্ডে এলাকা পরিবর্তন করতে কি কি লাগে? ভোটার সংশোধন ফি কত ? সকল বিষয় জানতে আরো পড়ুন।
ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে
ভোটার এলাকা পরিবর্তন করতে হলে আপনাকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে। আপনি কি কারণে ভোটার এলাকা স্থানান্তর করবেন? বেশির ভাগ চাকুরি, বসতবাড়ি পরিবর্তন ও বৈবাহিক সূত্রে ভোটার এলাকা স্থান্তর করা হয়।
এখন ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি লাগে?
- প্রথমের আপনার ভোটার বা এনআইডি কার্ড ফটোকপি লাগবে।
- ভোটার এলাকা পরিবর্তন ফরম- ১৩ পূরণ করতে হবে। (মনে রাখতে হবে ভুল হলে পরিবর্তন হবে না)
- প্রথমে যে এলাকার ভোটার ছিলেন, সেই এলাকার ইউনিয়ন পরিষদ থেকে ভোটার স্থানান্তর হওয়ার প্রত্যয়ন পত্র নিতে হবে।
- এবার যে এলাকায় ভোটার হবেন সেখানকার রানিং চেয়ারম্যান স্বাক্ষরকৃত নাগরিক সনদ পত্র নিবেন।
- NID Form 13 এর ২য় পৃষ্ঠায় এলাকার কাউন্সিলর বা চেয়ারম্যানের নাম, NID নাম্বার, স্বাক্ষর ও সিল কৃত প্রতয়ন পত্র নিতে হবে।
উপরের কাগজ পত্র গুলো সংগ্রহ করে আপনি ভোটার এলাকা পরিবর্তন আবেদন করবেন। কারন উপরের বিষয় গুলো বাধ্যতামূলক।
ভোটার এলাকা পরিবর্তন ফি কত
ভোটার এলাকা পরিবর্তন জন্য ফি কত? তারজন্য আপনাকে ২৩০ টাকা জমা প্রদান করতে হবে। এখানে এনআইডি কার্ড সংশোধন করতে ২০০ ও ভ্যাট ৩০ মোট ২৩০ টাকা দিতে হবে। এখন কিভাবে এনআইডি এলাকা সংশোধন ফি জমা করবেন? আপনি ব্যাংকিং মোবাইল, বিকাশ, নগদ ও রকেট দিয়ে জমা করতে পারবেন। আজকে আমরা ভোটার সংশোধন ফি দেওয়ার পদ্ধতি জানবো।
- প্রথমে আমরা বিকাশ এ্যাপস ওপেন করবে।
- তারপর pay bill অপশনে ক্লিক করবো।
- এবার পে বিল অপশন থেকে সরকারি ফি অপশনটি ক্লিক করুন।
- সরকারি বিল থেকে NID SERVICE উপর ক্লিক করুন।
- এবার আপনার এনআইডি নাম্বার দিন।
- আপনি যে বিষয়ে সংশোধন করতে চান যেমন ভোটার এলাকা স্থানান্তর ফি ২৩০ টাকা উপর ক্লিক করুন।
- এখন আপনার বিকাশ এ্যাকাউন্ট পিন দিয়ে সাবমিট করুন।
তাহলে আপনি অনলাইন থেকে এনআইডি সংশোধন ফি জমা করতে পারবেন।
ভোটার এলাকা স্থানান্তর করতে কতদিন সময় লাগে
ভোটার এলাকা স্থানান্তর করতে কত দিন সময় লাগে? সাধারণত আবেদনের পরে ৮-১৫ দিন সময় লাগতে পারে। কারণ ভোটার সংশোধন আবেদন ফরমটি গ্রহনযোগ্যতা পেতে ৭ দিন সময় লাগতে পারে। ভোটার এলাকা এক স্থান থেকে অন্য স্থান করতে আবেদন করতে হয়। আর আবেদন সম্পূর্ণ হওয়ার পর স্থানান্তর এলাকা আইডিতে যোগ হবে। কিভাবে আপনি নতুন ঠিকানার আইডি পাবেন? নতুন ঠিকানায় আইডি পাওয়ার তথ্য জানতে চাইলে নিচে যান।
কিভাবে নতুন ঠিকানার আইডি কার্ড পাবো
কিভাবে নতুন ঠিকানার এনআইডি কার্ড পাবো? তারজন্য আপনাকে NIDW ওয়েবসাইটে service.nidw.gov.bd প্রবেশ করতে হবে। সেখানে আপনার জন্ম তারিখ, আইডি নাম্বার দিয়ে লইগন করতে হবে। তাহলে আপনার নতুন ঠিকানা যোগ হয়েছে কিনা দেখতে সক্ষম হবেন। যদি নতুন ঠিকানা যোগ না হয় তাহলে আপনাকে অনলাইন থেকে এনআইডি কার্ড পরিবর্তন জন্য রিইস্যু আবেদন করতে হবে। কিভাবে ভোটার আইডি সংশোধন করবেন? জানতে হলে আমাদের ওয়েবসাইট লিংক প্রবেশ করুন।
কিভাবে অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন করব
অনলাইনে কিভাবে ভোটার এলাকা পরিবর্তন করবেন? তাহলে আপনাকে এনআইডি ওয়েবসাইট https://www.ecs.gov.bd/ প্রবেশ করতে হবে। ওয়েবসাইট লগইন বা রেজিষ্ট্রশন করতে হবে। তারপর আপনাকে রিইস্যুর জন্য আবেদন করতে হবে। আপনার যে এলাকা নাম পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন। সেখানে আপনার তথ্য দিয়ে সাবমিট করলেও শুধু আপনার এলাকা বাসা নাম্বার ও হোল্ডিং নাম্বার পরিবর্তন করতে পারবেন। মানে আপনি এনাআইডি কার্ড এলাকা যোগ করতে পারবেন না।
NID Form 13 PDF Download
How to NID From 13 PDF Download? That for you need to enter NID Website link service.nidw.gov.bd. Then he will be NID Form 13 PDF Download. এই ফরম ছাড়া আপনি ভোটার এলাকা সংশোধন করতে পারবেন না। তাই আপনাকে সঠিকভাবে NID Form 13 PDF Download করে পূরণ করতে হবে।
NID Address Change Form 13 Download
আপনি কি nid address change করতে চান? তাহলে আপনাকে NID Website link service.nidw.gov.bd প্রবেশ করতে হবে। কারণ আপনি চাইলে অনলাইন ও সরাসরি অফিস থেকে votar address change করতে পারবেন। কিভাবে votar address change করবো? তারজন্য আপনাকে অনলাইন থেকে রিইস্যু আবেদন করতে হবে। তার আগে আপনাক NID Address Change Form 13 Download করতে হবে। ১৩ ফরম আপনার সকল তথ্য দিয়ে সাবমিট করতে হবে। NID Address Change Form 13 Download সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন।