নতুন ভোটার আইডি কার্ড চেক কেন করবেন? কারণ আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করলে সাথে সাথে এনআইডি কার্ড দেইনা । তারজন্য কিছু সময় লাগে। আপনি কিভাবে বোঝবেন আপনার ভোটার আইডি কার্ড প্রস্তুত হয়েছে। যারফলে আপনাকে অনলাইনের সহায়তার মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড চেক করতে হবে। আবার অনেকের বিশেষ প্রয়োজনে এনআইডি কার্ড লাগে। তখন কিভাবে এনআাইডি কার্ড সংগ্রহ করবে।
এই জন্য আপনাকে অনলাইন মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম জানতে হবে। আজকে আমারা এই পোষ্ট ভোটার আইডি কার্ড চেক করার সকল প্রসেস আলোচনা করব। এখান থেকে আপনি এনআইডি কার্ড চেক অনলাইন। ভোটার আইডি কার্ড চেক. এনআইডি কার্ড চেক ২০২৪ দেখতে নিচে যান।
নতুন ভোটার আইডি কার্ড চেক
কিভাবে নতুন ভোটার আইডি কার্ড চেক করবেন? প্রথমে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশিন অফিসিয়ালি ওয়েবসাইট লিংক https://services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। সেখানে আপনার জন্ম তারিখ, ভোটের স্লিপ নম্বর ও মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। এবার ফেস ভেরিফিকেশ করতে হবে। তারজন্য আপনাকে NID Wallet অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে। যাতে আপনি অ্যাপস ওপেন করে আপনার ফেস বা চোখ স্ক্যান করুন। যদি সঠিক হয় তাহলে আপনার ভেরিফিকেশন সাকসেস লেখা দিবে। এখন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। যাতে আপনি পরবর্তী সময়ে সহজে এনআইডি প্রোফাইল লগইন করতে পারেন।
ভোটার আইডি বা এনআইডি কার্ড চেক করার নিয়ম দেখুনঃ
- এনআইডি কার্ড চেক করতে https://services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তাহলে আপনি নতুন ইন্টার ফেজ পাবেন। সেখানে আপনাকে রেজিষ্ট্রশন করতে হবে। যারফলে আপনার জন্ম তারিখ, মোবাইল, স্লিপ নম্বর দিয়ে রেজিষ্ট্রশন করুন।
- এবার আপনার ঠিকানা প্রদান করুন।
- সচল মোবাইল নম্বর প্রদান করুন। কারন সেই নম্বরে একটি ওটিপি যাবে যা আপনাকে সেট করতে হবে। তারপর আপনাকে সাবমিট বাটুনে ক্লিক করতে হবে।
- এবার QR কোট স্ক্যান করতে হবে। যারফলে আপনাকে আগে থেকে গুগোল প্লে স্টিার থেকে NID Wallet অ্যাপসটি ডাউনলোড করুন।
- এবার আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে যাতে আপনার তথ্য সুরক্ষিত থাকে।
- এখন লগইন করুন তাহলে আপনার প্রোফাইল স্কিনে চলে আসবে। ( সকল তথ্য যদি সঠিক হয় তাহলে আপনার ছবি সহ প্রোফাইল চলে আসবে অন্যথায় আবার চেষ্টা করুন)
NID Card Check Online
How to do NID Card Check Online? First you need to visit Bangladesh Election Commission official website https://services.nidw.gov.bd. Then fill date of birth, vote slip number and captcha. Now you have to download NID Wallet apps to do face verification. So that you can scan for verification. If all above information is correct you will see NID card.
NID Card Check Online কিভাবে করবেন? তারজন্য আপনাকে প্রথমে NID Card অফিসিয়ালি লিংক প্রবেশ করতে হবে। আপনি কি NID Card অফিসিয়ালি লিংক কোথায় পাবেন? তারজন্য আপনাকে উপরের উক্ত লিংক অথবা গুগলো NID Card লিখে সার্চ করুন। তাহলে আপনি প্রথমে যে Bangladesh Election Commission ওয়েবসাইট পাবেন। সেখানে ক্লিক করলে আপনি NID Card Check করার সকল প্রসেস গুলো পেয়ে যাবেন। তারপর আপনাকে প্রত্যেক ধাপের কাজ গুলো সঠিকভাবে পূরণ করতে হবে। মনে রাখবেন আবেদন ফর্ম অনুযায়ী সকল তথ্য প্রদান করতে হবে। এখানে যদি কোনো তথ্য ভুল হয় তাহলে আপনার প্রোফাইল আসবে না। তাই আপনি সর্তকতার সাথে সকল তথ্য প্রদান করুন।
এনআইডি কার্ড চেক অনলাইন
আপনি কি এনআইডি কার্ড আবেদন করেছেন? তাহলে এনআইডি কার্ড চেক করতে হলে অনলাইনে সহায়তা নিতেহবে। ভোটার আইডি কার্ড হাতে পেতে কত দিন সময় লাগে? সাধারণ ৭-১০ দিনের মধ্যে জাতীয় পরিচয় পত্র প্রস্তুত হয়ে যায়। তাই আপনি আবেদন কয়েক সপ্তাহ পর এনআইডি কার্ড চেক করতে পারেন।
অনলাইন থেকে এনআইডি কার্ড কিভাবে চেক করবেন? তারজন্য গুগোল সার্চ করতে হবে https://services.nidw.gov.bd। জাতীয় পরিচয় পত্র অফিসিয়ালি ওয়েবসাইট এ্যাকাউন্ট রেজিষ্ট্রশন অপশনে প্রবেশ করতে হবে। এখন আপনার জন্ম তারিখ ও ভোটার স্লিপ নম্বর বা আবেদন কপি নম্বর প্রদান করতে হবে। তাহলে আপনি ভোটার এনআইডি কার্ড দেখতে সক্ষম হবে।
জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
জাতীয় পরিচয় পত্র যদি প্রয়োজন হয় তাহলে কিভাবে পাবেন? তারজন্য আপনাকে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম জানতে হবে। আপনি কি জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম জানেন? যদি জানেন তাহলে চেক করে দেখে নিন। আর যারা জানেন না তাদের জন্য তথ্যবহুল। কিভাবে জাতীয় পরিচয় পত্র চেক করবেন? প্রথমে আপনাকে জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইট লিংক ldtax.gov.bd প্রবেশ করতে হবে। তারপর আপনাকে রেজিষ্ট্রশন বা লগইন করতে বললে। আপনি সেখান থেকে নাগরিক কর্ণার ক্লিক করুন এবং আপনার জন্ম তারিখ, মোবাইল নম্বর, আইডি নম্বর দিয়ে সাবমিট করুন।
জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম গুলো দেখে নিনঃ
- জাতীয় পরিচয় পত্র চেক করতে প্রথমে ldtax.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- তারপর নাগরিক কর্নার অপশন পাবেন সেখানে ক্লিক করুন।
- মোবাইল নম্বর চাইবে আপনি সচল মোবাইল নাম্বার দিন।
- এবার জাতীয় পরিচয় পত্র নম্বর প্রদান করুন।
- জন্ম তারিখ প্রদান করুন এবং নেক্স বাটুনে ক্লিক করুন।
- আপনার মোবাইল ওটিপি আসবে তা সঠিকভাবে যাচাই করুন।
NID Card Check Bangladesh
NID Card Check করতে হলে আপনাকে বাংলাদেশ নাগরিক হতে হবে। কারণ আপনি যদি দেশের নাগরিক হতে না পারেন তাহলে আপনি সরকারি কোনো আনুষ্ঠানিক কাজে অংশগ্রহণ করতে পারবেন না। তাই আপনাকে NID Card জন্য আবেদন করতে হবে। আপনি কি NID Card চেক করতে পারেন? যদি না পারেন তাহলে আমাদের দেখানো নিয়ম গুলো ফলো করতে পারেন। কারন NID Card প্রসেসিং গেছে কি তা নিশ্চিত করুন। যদি প্রসেসিং যাই তাহলে আপনি অনলাইন থেকে NID Card চেক করতে পারবেন। তারজন্য আপনাকে এনআইডি কার্ড ওয়েবসাইট গিয়ে লগইন করুন। সেখানে আপনি ছবি সহ প্রোফাইল দেখতে পারবেন।
NID Card Check by SMS
How to check NID card by SMS? At the beginning go to mobile message option and type SCNID <space> 17 digit NID number <space> 105 number. Then you can see NID card through feedback.
আপনি কি জানেন NID Card SMS মাধ্যমে দেখতে সক্ষম হবেন। তারজন্য আপনাকে এসএমএস প্রক্রিয়া জানতে হবে। আপনি কি এসএমএস বার্তা পাঠানোর নিয়ম জানেন? যদি না জেনে থাকেন তাহলে নিচের তথ্য গুলো ফলো করতে পারেন।
এনআইডি কার্ড চেক বাই এসএমএস জানুনঃ
- এনআইডি কার্ড চেক করতে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন NID <স্পেস>
- এবার Form No যেমন ১২৩৪৫৬৬৭ দিয়ে < স্পেস> দিন।
- এখন জন্মা তারিখ DD-MM-YYYY প্রদান করুন।
- বার্তাটি পাঠাতে 105 এই নাম্বারে সেন্ট করুন।
আপনার তথ্যটি সঠিক হলে আপনাকে এসএমএস মাধ্যমে জানিয়ে দিবে। যে আপনার এনআইডি কার্ড প্রস্তুত হয়েছে। আর যদি না হয় তাহলে প্রস্তুত হয়নি বলে দিবে।
https://services.nidw.gov.bd NID CHECK
https://services.nidw.gov.bd NID CHECK:
- First visit Election Commission website https://services.nidw.gov.bd.
- Then give the national identity card number or form number.
- Now give the date of birth. The format will be day-month-year.
- Verify the captcha will appear.
- Click the submit button below.
Voter ID Card Check 2024
Voter ID Card Check 2024। আপনি কি Voter ID Card Check করতে চান? তাহলে অনলাইন মাধ্যমে https://services.nidw.gov.bd প্রবেশ করুন। সেখানে আপনার এ্যাকাউন্ট লগইন করুন। লগইন করতে ইউজার নেম ও পাসওয়ার্ড দিন। তারপর স্লিপ নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। তাহলে আপনার এনআইডি কার্ড যাচাই করতে পারবেন।
অন্যদিকে, এসএমএস মাধ্যমে Voter ID Card Check করতে পারবেন। সেখানে আপনার এসএমএস মূল্য দিতে হবে।
যাইহোক আপনি এনআইডি বিষয়ে যেকোনো তথ্য জানতে আমাদের ওয়েবসাইট NIDGOV.COM ভিজিট করতে পারেন। কারণ এখানে সকল সার্ভিস আদান প্রদান ও তথ্য দেওয়া হয়।