ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম | NID Card Check by NID Number
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম | NID Card Check by NID Number

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম | NID Card Check by From Number। আপনি কি জানেন ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা হয়। আপনি যদি ভোটার হওয়ার জন্য আবেদন করেন তাহলে ফরম নাম্বার দিয়ে থাকে। এখানে সরাসরি আইডি কার্ড দিবেনা। তাহলে আপনি কিভাবে আইডি কার্ড পাবেন? তারজন্য আপনাকে অনলাইন থেকে আপনার আবেদনকৃত ফরম নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে হবে। আজকে আমরা সহজ নিয়মে আইডি কার্ড চেক করার নিয়ম শিখাবো। আপনি যদি আইডি কার্ড বের করতে না পারেন তাহলে সঠিক নিয়মটি ভালোভাবে জানুন।

আজকে আমরা এখানে ফরম নাম্বার দিয়ে আইডি চেক, NID Card Download by Form Number, ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম, ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড  ডাউনলোড করার সকল প্রসেস আলোচনা করা হবে। আপনি যদি ভোটার আইডি কার্ড পেতে চান তাহলে নিচের তথ্য গুলো পড়ুন।

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম হলো প্রথমে www.services.nidw.gov.bd ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তারপর আপনার ফরম নাম্বার দিতে হবে। তবে নাম্বার দেওয়ার আগে NIDFN  যুক্ত করতে হবে। তবে এখানে কোনো স্পেস দেওয়া যাবেনা। এবার আপনার জন্ম তারিখ, মোবাইল নাম্বার প্রদান করে সাবমিট বাটুনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা দিয়ে এ্যাকাউন্ট রেজিষ্ট্রশন করতে হবে। তাহলে আপনার এ্যাকাউন্ট লগইন হলে ছবি সহ প্রোফাইল দেখতে পাবেন। কিভাবে ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন? আইডি কার্ড ডাউনলোড করতে প্রোফাইলের নিচে অপশন পাবেন। ডাউনলোড উপর ক্লিক করলে আপনার জাতীয় পরিচয়পত্র সেভ হয়ে যাবে। আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে আইডি কার্ড প্রিন্ট করতে পারেন।

কিভাবে ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড  চেক করবেন?  আপনাকে গুগোল ক্রোম ব্রাউজার থেকে services.nidw.gov.bd লিংকে প্রবেশ করতে হবে। সেখানে আপনি এ্যাকাউন্ট করুন। তারপর আপনি দুইটা ধাপ পাবেন সকল প্রসেস গুলো সঠিকভাবে পূরণ করুন। তাহলে আপনি আপনার আবেদনকৃত ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন।

  •  ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করতে আপনাকে NID Account Registration  করতে হবে। তারজন্য আপনাকে ফরম থাকা সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। NID Account Registration কিভাবে করবেন? প্রথমে  অ্যাকাউন্ট Sign UP  করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub ওয়েবসাইট যেতে হবে।
  • উপরের লিংকে যাওয়ার পর প্রথমে আপনাকে ভোটার স্লিপ নাম্বার বা ফরম নাম্বার দিতে হবে। মনে রাখবেন এখানে নাম্বারের আগে NIDFN  দিয়ে লিখতে হবে। যেমন NIDFN13456778
  • পরের ধাপে আপনাকে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা দিতে হবে। আপনার বিভাগ, জেলা, উপজেলা, থানা ও গ্রাম উল্লেখ করতে হবে।
  • এবার মোবাইল নাম্বার প্রদান করতে হবে। কারণ মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে । আর সেই ওটিপি  বা কোডটি দিয়ে এ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তাই আপনার কাছে যে ফোন নাম্বার আছে তা প্রদান করুন।
  • ফেইস ভেরিফিকেশন: জাতীয় পরিচয়পত্র প্রোফাইল পেতে হলে আপনাকে QR স্ক্যান করে  আইডি কার্ড তার চেহারা স্ক্যান করে ফেইস ভেরিফিকেশন করতে হবে।
  • সর্বশেষ পাসওয়াড দিয়ে লগইন করতে হবে। তাহলে আপনি ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড পেয়ে যাবেন।

অনলাইনের মাধ্যমে আপনি নিশ্চিত হবেন যে ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে। আবার কোথায় আপনার আইডি কার্ড অবস্থান করছে তা জানতে পারবেন। যাইহোক NID Card Check by Form Number দেখতে নিচে যান।

NID Card Check by NID Number

NID Card Check by  NID Number দিয়ে করতে চান? তাহলে আপনাকে NID ওয়েবসাইট গিয়ে ফরম নাম্বার প্রদান করতে হবে। তারপর আপনার  যেসল ব্যক্তিগত তথ্য চাইবে তা প্রদান করতে হবে। NID Card Check করার নিয়ম উপরের ধাপগুলো ফলো করুন। তাহলে আপনি খুব সহজে NID Card Check চেক করতে পারবেন।

How to get NID Card Check by NID Numberঃ

  • First visit https://services.nidw.gov.bd.
  • Then provide National Identity Card Number or Username.
  • Now you have to enter the password.
  • The captcha shown in the image will appear and must be filled correctly.
  • Click on last login button.

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক

আপনি ভোটার হয়েছেন? তাহলে অবশ্যই ভোটার স্লিপ নাম্বার বা ফরম নাম্বার পেয়েছেন। আপনি চাইলে এই ভোটার ফরম নাম্বার দিয়ে সকল সরকারি কাজ করতে পারবেন। তারপর আপনি কি আইডি কার্ড অনলাইন থেকে  চেক করতে চান? তাহলে আপনাকে অনলাইনে NID  অফিসিয়ালি ওয়েবসাইট লিংক https://services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। সেখানে আপনার তথ্য দিয়ে এ্যাকাউন্ট করতে হবে। যদি আপনার আগে থেকে এনআইডি এ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনার ইউজার নেম ও পাওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনাকে ১০৫ নাম্বারে ফোন দিতে হবে। তাহলে আপনি সরাসরি নির্বাচন কমিশনের অফিসের সাথে যোগাযোগ করে সকল তথ্য জানতে সক্ষম হবেন।

 NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

কিভাবে NID  নাম্বার দিয়ে আইডি কার্ড   বের করবেন? এনআইডি অফিসিয়ালি ওয়েবসাইট লিংক  https://services.nidw.gov.bd প্রবেশ করুন। সেখানে আপনার আইডি নম্বর ও জন্ম তরিখ প্রদান করুন। তারপর ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। এবার আপনার ঠিকানা ও ফেস ভেরিফিকেশন করুন। সর্বশেষ এ্যাকাউন্ট প্রবেশ করতে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর  NID নাম্বার  মাধ্যমে আইডি কার্ড  দেখতে সক্ষম হবে।

কিভাবে NID  নাম্বার বের করবেন? আপনি চাইলে আবেদন নম্বর দিয়ে NID  নাম্বার চেক করতে পারেন। আবার অনলাইন থেকে NID কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে NID  নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করবেন? তারজন্য আপনাকে তাদের ওয়েবসাইট প্রবেশ করত হবে। সেখানে আপনার সকল তথ্য নাম, ঠিকানা, জন্ম তারিখ ও রেজিষ্ট্রশন নম্বর প্রদান করুন। এবার আপনার এ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এনআইডি কার্ড পেজ নিচে স্ক্রল করলে ডাউনলোড অপশন পাবেন। এবার আপনি ডাউনলোড বাটুনে ক্লিক করুন।

ভোটার স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

কিভাবে ভোটার স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক করবেন? প্রথমে NIDW ওয়েবসাইট লিংক  https://services.nidw.gov.bd যেতে হবে। সেখানে এ্যাকাউন্ট রেজিষ্ট্রশন অপশনে ক্লিক করুন। এবার আপনার জন্ম তারিখ ,  স্লিপ নম্বর ও ক্যাপচা পূরণ করুন। তারপর লগইন করতে পাওয়ার্ড ও ইউজার নেম দেন। তাহলে আপনার প্রোফাইল সহ আইডি কার্ড চলে আসবে।

 শেষ কথা

আমাদের ওয়েবসাইট NIDGOV.COM থেকে এনআইডি কার্ড যাবতীয় তথ্য সংগ্রহ করুন। আপনি যদি আমাদের দেখানো নিয়ম অনুযায়ী এনআইডি কার্ড বের করতে না পারেন তাহলে আমাদের ম্যাসেজ করতে পারেন। তাহলে আমরা  আপনাদের কমেন্ট দেখে সমাধান করতে সহায়তা করবো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *