নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন - NID Card Check by Number

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন – NID Card Check by Number। আপনি কি জানেন নাম্বার দিয়ে আইডি কার্ড চেক  করতে পারবেন এখন। আমাদের আইডি কার্ড যাচাই করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। তার মধ্যে ভোটার স্লিপ নম্বর বা নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা খুবই জনপ্রিয়। কারণ এখানে সহজে ভোটার আইডি কার্ড চেক করা হয়। আপনি যদি সঠিক নিয়ম জানেন তাহলে বিনামূল্যে অনলাইনে নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক করতে পারবেন।

আপনি কি নিজে নিজে এনআইডি কার্ড চেক করতে পারেন? যদি না পারেন তাহলে আমাদের নিয়ম গুলো ফলো করতে পারেন। এছাড়াও এখান থেকে আপনি NID Card Check by Number, নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক, নাম্বার দিয়ে এনআইডি আইডি কার্ড চেক , আইডি কার্ড  যাচাই করার নিয়ম  জানতে নিচে যান।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন

 নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে আপনাকে প্রথমে Automated Challan System লিখে গুলোলের ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে। তাহলে আপনি প্রথমে একটি ওয়েবসাইট লিংক পাবেন সেখানে ক্লিক করুন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার প্রদান করুন। এবার উপরে লক্ষ্য করুন NID Card লিখা আছে সেখানে ক্লিক করুন। তাহলে আপনার আইডি কার্ড চলে আসবে।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন - NID Card Check by Number

  • সর্ব প্রথম আপনাকে   অটোমেটিক চালান ওয়েবসাইটে  ক্লিক করতে হবে।
  • সেখানে দুটি অপশন পাবেন তারমধ্যে পাসপোর্ট ফি অপশনে  ক্লিক করতে হবে।
  •  এবার ব্যক্তির তথ্য অপশন পাবেন সেখানে সিলেক্ট করতে হবে।
  • এনআইডি  কার্ড নাম্বার,  জন্ম তারিখ, মোবাইল ও ইমেল নাম্বার দিতে হবে।
  • এখন Check NID বাটুনে ক্লিক  করুন তাহলে আপনার আইডি পেয়ে যাবেন।

NID Card Check by Number

NID Card Check বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তারমধ্যে এনআইডি নাম্বার হলো একটি। আপনি কিভাবে Number  দিয়ে NID Card Check  করবেন? তারজন্য আপনাকে আবেদনকৃত আইডি লগইন করতে হবে। সেখানে আপনার জন্ম তারিখ, মোবাইল , ইউজার নেম ও পাসওয়ার্ড  দিতে হবে। তাহলে আপনি আপনার এনআইডি কার্ড  প্রোফাইল লগইন করতে সক্ষম হবেন। এবার আপনি ভোটার বা এনআইডি কার্ড দিয়ে সার্চ করলে আইডি কার্ড চেক করতে পারবেন।

How to do NID Card Check by Number? First you have to search Automated Challan System in web browser. After entering the website click on passport option. Now you have to give your national identity card number, date of birth, mobile number and email. Now click on NID Card button below. Then you can extract the voter ID card with the number.

কিভাবে NID Copy Number পাবেন? তারজন্য আপনাকে  https://services.nidw.gov.bd প্রবেশ করতে হবে।  ওয়েবসাইট লগইন করতে   ইউজার নেম ও পাসওয়ার্ড প্রদান করুন। তাহলে আপনি  এনআইডি কার্ড বা স্লিপ নাম্বার সংগ্রহ করতে পারবেন।

নাম্বার দিয়ে এনআইডি আইডি কার্ড চেক করার নিয়ম

 নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম? তারজন্য আপনাকে প্রথমে Land.gov.com  ওয়েবসাইট প্রবেশ করতে হবে। সেখানে আপনি নতুন ইন্টার ফেস দেখতে পাবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে দেখুন নাগরিক কর্ণার অপশন পাবেন সেখানে ক্লিক করুন। তারপর আপনার ব্যক্তিগত তথ্য জন্মা তারিখ, মোবাইল নাম্বার ও এনআইডি নাম্বার দিয়ে সার্চ বাটুনে ক্লিক করুন। তাহলে আপনার ছবি সহ সকল তথ্য চলে আসবে। আর যদি আপনি কোনো তথ্য ভুল দেন তাহলে কোনো তথ্য আসবে না। এভাবে আপনি সহজে আপনার এনআইডি কার্ড চেক করতে পারেন নাম্বার দিয়ে।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন - NID Card Check by Number

আইডি কার্ড করার নিয়ম গুলো দেওয়া হলোঃ

  • প্রথমে আপনাকে ভূমি মন্ত্রনালয় অফিসিয়ালি ওয়েবসাইট www.land.gov.com প্রবেশ করুন।
  • তারপর আপনাকে নাগরিক কর্ণার অপশন চুজ করুন।
  • এবার আপনার জন্ম তারিখ প্রদান করুন।
  • আপনার আবেদনকৃত এনআইডি নাম্বার বা ভোটার আইডি  নাম্বার প্রদান করুন।
  • এবার মোবাইল নাম্বার প্রদান করুন এবং এনআইডি কার্ড উপর ক্লিক করুন।
  • সর্বশেষ আপনি সাবমিট বাটুনে ক্লিক করুন।

নাম্বার দিয়ে  ভোটার আইডি কার্ড চেক

আমি কিভাবে ভোটার আইডি কার্ড চেক করব? আপনি  ভোটার আইডি কার্ড চেক করতে স্লিপ নাম্বার, এনআইডি নাম্বার ও অ্যাপস ব্যবহার করতে পারেন। আজকে আমরা নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার সকল প্রসেস জানবো। তারজন্য আপনাকে ভোটার আইডি নাম্বার জানতে হবে। তাহলে আপনি নিজে ঘরে বসে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।  জাতীয় পরিচয় পত্র চেক করতে আপনাকে উপজেলা বা অনলাইন সহায়তা নিতে হবে। তবে অনলাইন এখন জনপ্রিয়। তাই আপনাকে প্রথমে  services.nidw.gov.bd/nid-pub/ লিংকে প্রবেশ করতে হবে। তারপর আপনার ব্যক্তি গত তথ্য ও এনআইডি নাম্বার দিয়ে সার্চ করতে হব। আপনার আবেদন পত্র ও ছবি তোলা যদি সম্পূন্ন হয় তাহলে এনআইডি কার্ড ছবি সহ চলে আসবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *