ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড - NID Card Check by Voter Slip
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড - NID Card Check by Voter Slip

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড – NID Card Check by Voter Slip করুন এখান থেকে। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য। কারণ নতুন ভোটার হওয়ার সময় তাদের স্লিপ নম্বর দেই। তাহলে কোথায় আইডি কার্ড পাবেন? তারজন্য আপনাকে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হবে। ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হলে কি কি প্রয়োজন? আপনাকে প্রথমত ভোটার স্লিপ নম্বর প্রস্তুত করে রাখতে হবে।

ভোটার স্লিপ কিভাবে সংগ্রহ করবেন? আপনি যে দিন ভোটার ছবি তুলবেন সেদিন আপনাকে একটি স্লিপ দেওয়া হবে। এই স্লিপটি ভালো ভাবে সংরক্ষণ করতে হবে। এখান থেকে আপনি ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম, ভোটার ফর্ম  নম্বর দিয়ে আইডি ডাউনলোড, ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে নিচে যান।

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড

কিভাবে ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করবেন? প্রথমে আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account ওয়েবসাইট লিংক প্রবেশ করতে হবে। আপনার এক্যাউন্ট  লগইন  করতে স্লিপ নম্বর ও জন্ম নিবন্ধন দিন। এবার একটা ক্যাপচা আসবে সেখানে সঠিক তথ্য দিয়ে সাবমিট করুন। এখন আপনার কাছে ফেস ভেরিফিকেশন চাইবে। তারজন্য আপনাকে NID Wallet নামে অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে। যাতে আপনার ফেস ভেরিফিকেশন দ্রুত হয়।

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার তথ্য হলো:

  •  আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub লিংকে লিক্লক করুন।
  • এখন আপনার ব্যক্তিগত তথ্য জন্ম তারিখ, মোবাইল ও স্লিপ নম্বর দিয়ে সাবমিট করতে হবে।
  • এবার একটা ক্যাপচা আসবে ত পূরণ করুন।
  • তাহলে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে যাবে। সেখানে আপনার ঠিকানা প্রদান করুন।
  • QR কোড Scan করে  Face Verification করার জন্য আপনাকে আগে থেকে  NID Wallet App ইনস্টল করে রাখতে হবে।
  • NID Account লগইন হলে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে।
  • এখন আপনি প্রোফাইল থেকে NID ডাউনলোড করতে পারবেন।

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

আপনি কি জানেন ভোটার স্লিপ বা ফর্ম নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন? যদি জানেন তাহলে অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। কিন্তু অনেকে ডাউনলোড করার নিয়ম জানেনা । তাদের জন্য আমরা আইডি কার্ড ডাউনলোড করার সকল নিয়ম প্রদান করব। যাতে সকলে নিজে নিজে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারেন। আপনারা হয়তবা জানেন ভোটার হওয়ার ১ মাস পর্যন্ত আইডি কার্ড পাওয়া যায় না।

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড  করার নিয়ম? প্রথমে https://services.nidw.gov.bd ভিজিট করতে হবে। তারপর আপনাকে এক্যাউন্ট রেজিষ্ট্রশন করতে হবে। সেখানে আবেদনকৃত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এবার আপনার ভোটার স্লিপ নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন। তাহলে আপনার প্রোফাইল সবVisit https://services.nidw.gov.bd link. Enter the username and password you need to login to the account. Now submit voter slip number and date of birth. Then you can download ID card with your profile. আইডি কার্ড চলে আসবে। এখন নিচে স্ক্রল ডাউন করে ডাউনলোড অপশনে ক্লিক করুন। তাহলে আপনার এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে।

আপনার আইডি কার্ড প্রয়োজন হয় তাহলে অনলাইন থেতে স্লিপ নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারেন। তারজন্য আপনাকে স্লিপ নম্বর আগে NIDFN লিখাটা যুক্ত  করতে হবে। ভোটার স্লিপ  দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম হলোঃ

প্রথম ধাপঃ NID অ্যাকাউন্ট  রেজিষ্টার

NID কার্ড ডাউনলোড করতে আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account যেতে হবে। জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইট Sign up বা Login করতে হবে।  কিভাবে এ্যাকাউন্ট  রেজিষ্ট্রশন করবেন?   যেখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর , জন্ম তারিখ ও মেবাইল নম্বর দিতে হবে। নিচে ছবিতে প্রদর্শীত একটি ৫ সংখ্যার ক্যাপচা লিখুন এবং সাবমিট বাটুনে ক্লিক করুন।

 ধাপ ২ঃ  স্থায়ী ও বর্তমান ঠিকানা সিলেক্ট

এ্যাকাউন্ট রেজিষ্ট্রশন যদি সঠিক হয় তাহলে আপনাকে পরবর্তী স্টেপ দেখাবে। যেখানে আপনাকে স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে। আপনি এখন কোথায় বসবাস করছেন? বসবাস করার স্থানের নাম লিখতে হবে। এখানে আপনার জেলা , বিভাগ, উপজেলা, গ্রাম দিতে হবে যা সঠিকভাবে।

ধাপ ৩. Mobile Number Verification করুন

আপনি যে মোবাইল নম্বর ব্যবহার করেন তা প্রদান করুন। কারণ মোবাইল নম্বরে মাধ্যমেিএকটি ওটিপি দেওয়া হবে ।এই কোডটি নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করতে হবে। তাহলে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন হয়ে যাবে।

ধাপ ৪. NID Wallet অ্যাপটি ইনস্টল করুন

 NID ডাউনলোড করতে হলে আপনাকে NID Wallet Apps Download  করে রাখতে হবে। যাতে আপনি সহজে QR কোড স্ক্যান করতে পারেন। কিভাবে আপনি NID Wallet অ্যাপসটি ডাউনলোড করবেন?  আপনাকে গুগোল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এখানে আপনি বিনামূল্যে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

ধাপ ৫. Face Verification করুন

Face Verification কিভাবে করবেন?  আপনাকে অ্যাপসের ফেস স্ক্যান অপশন ক্লিক করে  চোখ দিয়ে বাম থেকে ডানে  ঘুরাতে হবে। Face Verification complete হলে আপনাকে সাকসেস দেওয়া হবে।

ধাপ ৬. পাসওয়ার্ড সেট করুন

উপরের ধাপগুলো সম্পূন্ন হলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি পছন্দ মত পাসওয়ার্ড সেট করুন। কিন্তু কেন পাসওয়ার্ড দিতে হবে? যাতে আপনি পরবর্তী সময়ে পাসওয়ার্ড দিয়ে লগইন করে সরাসরি প্রোফাইল প্রবেশ করতে পারেন।

NID Card Check by Voter Slip

NID Card Check by Voter Slip. How to do NID Card Check by Voter Slip? Visit https://services.nidw.gov.bd link. Enter the username and password you need to login to the account. Now submit voter slip number and date of birth. Then you can download ID card with your profile. অনলাইনে এনআইডি চেক করতে হলে আপনাকে স্লিপ নম্বর লাগবে। আপনি চাইলে স্লিপ নম্বর দিয়ে সকল কাজ করতে পারবেন।

ভোটার স্লিপ দিয়ে অনলাইন কপি ডাউনলোড করুন

 ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড

পাসওয়ার্ড দেওয়া হলে আপনি এ্যাকাউন্ট লগইন করতে পারবেন। লগইন করলে আপনি ছবি , নাম ও ব্যক্তিগত তথ্য সহ প্রোফাইল দেখতে পাবেন। এখানে আপনি চারটা অপশন পাবেন । সেখান থেকে আপনি নিচের অপশন ডাউনলোড  উপর ক্লিক করুন। তাহলে আপনি ভোটার স্লিপ দিয়ে অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়

ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন? তাহলে কিভাবে ভোটার স্লিপ ফেরত পাবেন? তারজন্য আপনাকে নিকস্থ থানায় জিডি করতে হবে। তারপর আপনাকে  উপজেলায় যোগাযোগ করতে হবে। তাহলে আপনার ভোটার তালিকা দেখে স্লিপ নম্বর বলে দিবে। আবার আপনি চাইলে অনলাইন থেকে হারানো ভোটার স্লিপ পেতে পারেন। অনলাইন থেকে ভোটার স্লিপ পেতে চাইলে আরো পড়ুন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *