ভোটার আইডি কার্ড সংশোধন | NID Card Correction Online
ভোটার আইডি কার্ড সংশোধন | NID Card Correction Online

ভোটার আইডি কার্ড সংশোধন | NID Card Correction Online এখানে করুন। অনেক সময় ভোটার আইডি কার্ড তথ্য ভুল হয়ে যায়। আপনি কি চিন্তিত? চিন্তার কোনো কারণ নাই । বর্তমানে অনলাইনে খুব সহজে ভোটার আইডি কার্ড  সংশোধন করা যাচ্ছে। আপনি চাইলে অনলাইন আবেদন করে এনআইডি কার্ড পরিবর্তন করতে পারেন।  তাহলে আপনি কিভাবে ভোটার আইডি কার্ড সংশোধন করবেন? তারজন্য আপনাকে এই পোষ্টটি সম্পূন্ন পড়তে হবে।

কারণ এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম, আইডি কার্ড সংশোধন আবেদন নিয়ম, আইডি কার্ড সংশোধন করার নিয়ম, ভোটার আইডি কার্ড  সংশোধন ফি, ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে,  NID Card Correction,  জাতীয় পরিচয় পত্র সংশোধন, ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন সময় লাগে , ভোটার আইডি কার্ড নাম, জন্ম তারিখ, ঠিকানা, বা মার নাম বা বানান  সংশোধন করতে পারবেন। তাই আপনি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ভোটার আইডি কার্ড সংশোধন

কিভাবে ভোটার আইডি কার্ড সংশোধন করবেন? তারজন্য আপনাকে প্রথমে ব্রাউজার থেকে  services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। তারপর আপনাকে ফরম নাম্বার ও জন্ম তারিখ তথ্য দিয়ে লগইন করতে হবে। এবার আপনাকে প্রোফাইল প্রথম অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার আবেদনকৃত প্রোফাইল দেখতে পাবেন। আর আপনার ভুল সংশোধন করতে উপরে  এডিট অপশনে ক্লিক করতে  হবে। এখন আপনাকে পেমেন্ট ফি প্রদান করতে হবে যা বিকাশ বা নগদ দিয়ে পরিশোধ করতে হবে। আপনার সংশোধিত ডকুমেন্ট গুলো সাবমিট করুন। তাহলে আপনার এনআইডি কার্ড সংশোধন আবেদন হয়ে যাবে।

আমাদের অনেক ভোটার আইডি কার্ড ভুল রয়েছে। আবার যারা নতুন ভোটার আইডি কার্ড করছে তাদের নানা রকম ভুল আসছে। তারা ভোটার আইডি সংশোধন করার নিয়ম জানুন:

  • প্রথমত services.nidw.gov.bd প্রবেশ করুন।
  • এক্যাউন্ট লগইন করুন।
  • তাহলে ছবি সহ প্রোফাইল স্কিনে শো করবে।
  • এবার উপরে লক্ষ্য করুন ইডিট অপশন পাবেন।
  • এখন পুনরায় সংশোধন বিষয় সিলেক্ট করুন এবং সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  • সংশোধন ফি দিন।
  • সর্বশেষ সংশোধন আবেদন সাবমিট করুন।

আরো পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে

ভোটার আইডি সংশোধন করতে কি কি লাগে?  সাধারণত এসএসসি বা এইচএসসি  সমমানের সনদ, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়ে। এছাড়াও জন্ম তারিখ, নিজের নাম, বয়স ও বা মার নাম পরিবর্তন করতে যেসব তথ্য প্রয়োজন তা নিচে দেওয়া হলোঃ

 সংশোধনের নাম  প্রয়োজনীয়  ডকুমেন্ট
নিজের নাম সংশোধন এসএসসি বা এইচএসসি সমমানের সনদ
অনলাইন জন্ম নিবন্ধন সনদ
পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স
এমপিও সিট/সার্ভিস বহি
বিবাহের কাবিন নামা
কমপক্ষে ২ সন্তানের এনআইডি কার্ডের কপি যেখানে পিতা/মাতার নাম শুদ্ধ আছে
জন্ম তারিখ সংশোধন এসএসসি বা এইচএসসি  সমমানের সনদ
অনলাইন জন্ম নিবন্ধন সনদ
পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স
এমপিও সিট/সার্ভিস বহি
বিবাহের কাবিন নামা
কর্তৃপক্ষের প্রত্যয়ন
বা-মার নাম সংশোধন এসএসসি বা এইচএসসি  সমমানের সনদ;
জন্ম নিবন্ধন সনদ;
পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স;
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র;
পিতা-মাতার জন্ম নিবন্ধন;
চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন;
ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র (পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখিত)
ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র।
বয়স সংশোধন এসএসসি বা এইচএসসি অথবা সমমানের সনদ;
জন্ম নিবন্ধন সনদ;
পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স;
পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র;
পিতা-মাতার জন্ম নিবন্ধন;
ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র (পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখিত)
ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র।

ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম

আপনি কি ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম জানতে চান? তাহলে আপনাকে services.nidw.gov.bd লিংকে প্রবেশ করুন। সেখানে আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে রেজিষ্ট্রশন করুন। এবার প্রোফাইল সিলেক্ট করে   এডিট অপশনে ক্লিক করুন। তারপর আপনার ভুল তথ্য সঠিকভাবে প্রদান করে সাবমিট করুন। ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম বিস্তারিত জানতে নিচে দেখুনঃ

ধাপ১- প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান/ ছবি

ভোটার আইডি সংশোধন করার আগে আপনাকে প্রয়োজনীয় কাগজ পত্র জোগাড় করতে হবে। কাগজ পত্র কিভাবে জোগাড় করবেন? তারজন্য আপনাকে প্রয়োজনীয় তথ্য গুলো স্ক্যান বা ছবি তোলে রাখতে হবে। যাতে ছবি সাইজ png, jpg ও pdf মাধ্যমে তৈরী করে রাখতে পারেন।

ধাপ২-  services.nidw.gov.bd  ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন

 ভোটার আইডি কার্ড সংশোধন

কিভাবে এনআইডি ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন  করবেন? আপনি  services.nidw.gov.bd গিয়ে  NID নম্বর , জন্ম তারিখ ও পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রশন করুন। যদি এ্যাকাউন্ট রেজিষ্ট্রশন করা থাকে তাহলে আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

ধাপ৩- তথ্য সংশোধন

এনআইড একাউন্টে লগইন করার পর প্রোফাইল অপশনে  পাবেন। প্রোফাইল অপশনে ক্লিক করুন। তাহলে আপনি একটি নতুন ইন্টার ফেস পাবেন।

 ভোটার আইডি কার্ড সংশোধন

আপনার ব্যক্তিগত তথ্য সংশোধন করতে কি করবেন? প্রোফাইলের উপরে এডিট অপশন আছে সেখানে ক্লিক করুন। তারপর আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।

উপরের তথ্য গুলো সঠিকভাবে দেওয়া হলে পরবর্তী অপশনে ক্লিক করুন।

ধাপ ৪ –ভোটার আইডি সংশোধন ফি প্রদান করুন

ভোটার আইডি সংশোধন ফি প্রদান কিভাবে প্রদান করবেন? জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি অনলাইনের মাধ্যমে বা বিকাশের পরিশোধ করতে পারবেন। ভোটার আইডি সংশোধন ফি কত? সাধারণত আপনাকে ৩৪৫ টাকা ফি দিতে হবে। কিভাবে বিকাশে ভোটার সংশোধন ফি প্রদান করবো? তারজন্য আপনাকে বিকাশ এ্যাপসটি ডাউনলোড করতে হবে। এবার আপনাকে পে বিল ক্লিক করতে হবে। সেখান আপনি সরকারি ফি অপশন পাবেন ক্লিক করুন। এবার এনআইডি নম্বর ও পিন দিতে পরিশোধ করুন। ফি প্রদান সমস্ত তথ্য জানতে নিচে দেখুনঃ

ভোটার আইডি সংশোধন ফি

  1. প্রথমে আপনাকে পে বিল অপশন ক্লিক করুন।
  2. এবার সরকারি ফি অপশন ক্লিক করুন।
  3. আপনার আবেদনকৃত এনআইডি নম্বরটি দিন।
  4. কিসের জন্য আবেদন করবেন তা লিখতে হবে।
  5. এখন আপনার ফি ও পিন কোর্ড দিয়ে সাবমিট করুন।

তাহলে আপনার ভোটার সংশোধন ফি দেওয়া হয়ে যাবে। আর ডকুমেন্ট গুলো সংরক্ষণ করুন। যাতে পরবর্তী সময়ে কাজে লাগে।

ধাপ ৫ – ডকুমেন্ট ও আবেদন সাবমিট

ডকুমেন্ট ও আবেদন পত্র গুলো ভালো ভাবে স্ক্যান বা ছবি তোলতে বলা হয়েছে। কারণ আপনি যখন সংশোধন আবেদন সাবমিট করবেন তখন আপনার তথ্য গুলো দিতে হবে। তাই আপনাকে আগে থেকে ডকুমেন্ট গুলো তৈরি করে রাখতে হবে। ভোটার বা এনআইডি কার্ড সংশোধন জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজ পত্র লাগবে। তা আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। কি কি কাগজ লাগবে ভোটার সংশোধন  আবেদন সাবমিট করার জন্য? তারজন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স,  জন্ম নিবন্ধন সনদ পত্র , বিবাহের কাবিন নামা সাবমিট করতে হবে।

ধাপ ৬ – ভোটার আইডি কার্ড সংশোধন ফরম ডাউনলোড

আইডি কার্ড সংশোধন ফরম কিভাবে ডাউনলোড করবেন? তারজন্য আপনাকে ওয়েবসাইট লিংক আসতে হবে। সেখানে আপনি সংশোধন আবেদন ফর্ম ডাউনলোড অপশন পাবেন এবং ক্লিক করুন। তাহলে আপনার সংশোধন আবেদন পত্রটি ডাউনলোড হয়ে যাবে।

NID Card Correction Online

NID Card Correction কেন করবেন? কারন অনেক সময় ভোটার হওয়ার সময় ভুল হয়ে যায়। যারফলে এবার নতুন করে NID Card Correction করে থাকে। কিভাবে NID Card Correction করবেন? তারজন্য আপনাকে অনলাইন NID Card  ওয়েব পোর্টল প্রবেশ করতে হবে। সেখানে আপনার আবেদনকৃত ফর্ম পাবেন যেখানে নতুন করে ভুল সংশোধন করতে হবে। আপনি NID Card Correction মাধ্যমে জন্ম তারিখ সংশোধন, নাম পরিবর্তন, বা-মার নাম সংশোধন ও ঠিকানা পরিবর্তন করতে পারবেন। NID Card Correction করতে কত দিন সময় লাগে? সাধারণত ৩ সপ্তাহ সময় লাগে। অনলাইন থেকে ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে ভুল খুজুন।

ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন

ভোটার আইডি কার্ড জন্ম তারিখ কিভাবে সংশোধন করবেন? প্রথমে আপনাকে এনআইডি সরকারি ওয়েবসাইট services.nidw.gov.bd লিংকে প্রবেশ করতে হবে। তারপর আপনার আপনাকে এ্যাকাউন্ট রেজিষ্ট্রশন করতে হবে। যদি রেজিষ্ট্রশন করা থাকে তাহলে লগইন করুন। ভোটার আইডি এ্যাকাউন্ট লগইন কিভাবে করবো? তারজন্য আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। এখন কিভাবে ভোটার আইডি কার্ড ওয়েবসাইট রেজিষ্ট্রশন করবো? এখানে আপনার তথ্য যেমন জন্ম তারিখ, এনআইডি কার্ড নম্বর ও মোবাইট দিয়ে রেজিষ্ট্রশন করতে হবে।

ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে? জন্ম তারিখ ঠিক করতে হলে আপনার এসএসসি বা সমমানের  সার্টিফিকেট, ডিজিটাল জন্ম নিবন্ধন, পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স, এমপিও সিট/সার্ভিস বহি, বিবাহের কাবিন নামা, কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র প্রদান করতে হবে। ভোটার আইডি কার্ড জন্ম তারিখ  সংশোধন  করতে কিত টাকা লাগে? তারজন্য আপনাকে ২৩০ টকা সহ ভ্যাট ১১৫ দিতে হবে। তবে জন্ম তারিখ সংশোধন করা যায় না। আপনি কি ভোটার নাম সংশোধন করতে চাচ্ছেন? তাহলে আপনাকে আরো পড়তে হবে।

ভোটার আইডি কার্ড নাম সংশোধন

আপনার কি ভোটার আইডি কার্ডে নাম ভুল হয়েছে? তাহলে আপনি ঘরে বসে অনলাইনে মাধ্যমে সংশোধন করতে পারবেন। তারজন্য আপনাকে সংশোধন আবেদন ফর্ম পূরণ করতে হবে। কিভাবে ভোটার আইডি কার্ড নাম সংশোধন করবেন? প্রথমে আপনাকে জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইট প্রবেশ করতে হবে। সেখানে আপনি সংশোধনের অপশন পাবেন ক্লিক করুন। এবার আপনাকে এ্যাকাউন্টটি লগইন করতে হবে। তারপর আপনার নামের যে তথ্য ভুল হয়েছে তা সঠিকভাবে প্রদান করুন।

ভোটার আইডি কার্ড বাবা-মার নাম সংশোধন

ভোটার আইডি কার্ড বা-মার নাম  ভুল হয়েছে? যদি ভুল হয় তাহলে আপনি অনলাইন থেকে সংশোধন করতে পারবেন। কিভাবে ভোটার আইডি কার্ড বা-মার নাম সংশোধন করবেন? তারজন্য আপনাকে অনলাইন থেকে সংশোধন ফর্ম পূরণ করতে হবে। ভোটার আইডি কার্ড বা-মার নাম সংশোধন করতে কি কি লাগে? তারজন্য আপনাকে এসএসসি বা এইচএসসি  সমমানের সনদ, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জন্ম নিবন্ধন, ওয়ারিশন সনদ প্রস্তু করে রাখতে হবে। ভোটার  আইডি কার্ড সংশোধন করতে বিস্তারিত জানতে আরো পড়ুন।

ভোটার আইডি কার্ড বয়স সংশোধন

ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ অনেক সময় ভুল হয়ে যায়। এখানে অনেকে বয়স কমানো বা বাড়ানোর জন্য জানতে চাই। আবার অনেকের জন্ম নিবন্ধন কার্ড বা পাসপোর্ট সাথে আইডি কার্ডের জন্ম তারিখ বা বয়স কম বেশি থাকে। তাহলে কিভাবে আপনি ভোটার আইডি কার্ড বয়স কামাবেন বা বাড়াবেন? তারজন্য আপনাকে অনলাইন মাধ্যমে আইডি কার্ড সংশোধন আবেদন পত্রটি পূরণ করতে হবে। তারপর আপনাকে বয়স সঠিকভাবে পূরণ করতে  হবে। তবে বয়স ঠিক করতে অনেক কাগজ পত্র জুগাড় করতে হবে।

তাহলে কি কি কাগজ লাগবে বয়স কমাতে বা বাড়াতে? তারজন্য আপনাকে এসএসসি বা এইচএসসি  সমমানের সনদ, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র,পিতা-মাতার জন্ম নিবন্ধন, ওয়ারিশন সনদ/প্রত্যয়নপত্র  ভাই-বোনের জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে হবে।

 ভোটার আইডি সংশোধন ফি

ভোটার আইডি সংশোধন ফি কত?  জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি হলো ২৩০ টাকা ভ্যাট সহ। এখানে ভোটার তথ্য, অন্যান্য তথ্য ও ভ্যাট সহ ৩৪৫ টাকা। আপনার সম্যসা অনুযায়ী সংশোধন ফি প্রদান করতে হবে। বিশেষ করে নাম, বাবা মার নাম, ঠিকানা এগুলো পরিবর্তন করতে পারবেন। জন্ম তারিখ সংশোধন ফি কত? এটা পরিবর্তন হয় না যারফলে ফি প্রয়োজন নাই। ব্যক্তিগত সংশোধন ফি ২১৫ টাকা, অন্যান্য ফি ২৩০ টাকা দিন।

সংশোধন বিষয় ফি
ব্যক্তিগত তথ্য ২৩০ টাকা
মৌলিক তথ্য ১১৫ টাকা
ঠিকানা ১১৫ টাকা

এনআইডি কার্ড সংশোধন

ন্যাশনাল আইডি কার্ড সংশোধন কেন করবেন? কারণ আইডি কার্ড আবেদন সময় ভুলবশত কিছু তথ্য ভুল হয়ে যায়। তখন সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে হয়। তখন তারা সংশোধন করার জন্য আবেদন করে। আপনি এনআইডি কার্ড সংশোধন করতে চান? তাহলে আপনাকে ন্যাশনাল আইডি অফিসিয়াল ওয়েবসাইট বিগিবিঘভ প্রবেশ করতে হবে। সেখানে আবেদন সাথে মিল রেখে তথ্য প্রদান করুন। তাহলে আপনি সংশোধন করার জন্য ইডিট অপশন পাবেন। সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারেন। এনআইড কার্ড সংশোধন করতে কি কি লাগে? যাবতীয় প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে পড়ুন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন

জাতীয় পরিচয় পত্র ভুল হয়েছে? তাহলে কিভাবে জাতীয় পরিচয় পত্র সংশোধন করবেন? নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইট বিডিহহদভ ভিজিট করুন। সেখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে। তাহলে আপনি আইডি প্র্রোফাইল দেখতে পাবেন। এবার ইডিট অপশন থেকে সকল তথ্য পূরণ করুন। তারপর ফি যথাযথ সঠিকভাবে প্রদান করুন। তাহলে আপনার সংশোধন জন্য আবেদন হয়ে ‍যাবে।

জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম হলোঃ

  • প্রথমে এনআগিদবদ ওয়েবসাইট প্রবেশ করুন।
  • এবার এক্যাউন্ট লগইন করুন।
  • লগইন করতে আইডি নাম্বার ও জন্ম তারিখ দিন।
  • সাবমিট বাটুনে ক্লিক করলে প্রোফাইল দেখতে পাবেন।
  • এবার একটু নিচে ইডিট বাটুন পাবেন সেখানে ক্লিক করুন।
  • আপনি কি বিষয় সংশোধন করবেন তার তথ্য দিতে হবে।
  • এবার আপনাকে ফি প্রদান করতে হবে।
  • উপরের সকল কাজ শেষ হলে আবেদন সাবমিট করতে হবে।

জাতীয় পরিচয় পত্র কত দিনের মধ্যে সংশোধন হবে? সংশোধন হতে সাধারণত ৪৫ দিন সময় লাগবে। তারপর ও আপনাকে কাউন্সিলে গিয়ে যোগাযোগ করতে হবে। যদি সম্ভব হয় জাতীয় পরিচয় পত্র সংশোধন চেক করতে হবে। কিভাবে ভোটার আইডি সংশোধন চেক করবেন? প্রথমে ওয়েবসাইট প্রবেশ করুন। সেখানে আপনার সকল তথ্য দিয়ে লগইন করুন। তাহলে আপনার আইডি কোথায় অবস্থান করছে তা দেখতে পারবেন। জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত? এখানে আপনাকে ব্যক্তিগত তথ্য সংশোধন করতে ২৪৫ টাকা ও মৌলিক তথ্য সংশোধন করতে ২৩০ টাকা দিতে হবে।

স্মার্ট কার্ড সংশোধন

স্মার্ট কার্ড বছরে একবার সরকারি ভাবে বিতারণ করা হয়। স্মার্ট কার্ড হাতে পাওয়ার অনেকের তথ্য ভুল হয়। কিভাবে স্মার্ট কার্ড সংশোধন করবেন? তারজন্য আপনাকে সংশোধন আবেদন করতে হবে ইউনিয়নে বা অনলাইনে। অনলাইনে সংশোধন আবেদন করতে চাইলে তাদের ওয়েবসাইট যেতে  হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *