ভোটার আইডি কার্ডের ছবি অস্পষ্ট বা বুঝতে সম্যসা হচ্ছে? আপনি কি ছবি পরিবর্তন করতে চাচ্ছেন। তাহলে অনলাইন থেকে ছবি পরিবর্তন আবেদন করতে হবে। হালদানাগাদ করার সময় অনেক মানুষের ভীড় থাকে। যারফলে একই সময়ে তাড়াহুড়া করার জন্য ছবি ভালো হয়না। যা সরকারি বা ব্যাংকের মত গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত সৃষ্টি করে। যারফলে অনেকে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চাই।
আপনি কি nid কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন। যদি না পারেন তাহলে আমাদের ওয়েবসাইট NIDGOV.COM থেকে পরামর্শ নিতে পারেন। এছাড়াও এখান থেকে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম, আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে কি কি লাগে, অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন, এনআইডি কার্ডের ছবি পরিবর্তন, NID আইডি কার্ডের ছবি পরিবর্তন ও ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম জানতে নিচে যান।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম
ভোটার আইডি কার্ড ছবি পরিবর্তন করার নিয়ম হলো এনআইডি ওয়েবসাইট https://services.nidw.gov.bd প্রবেশ করুন। সেখানে থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করুন। সেখানে আপনি উপরে তথ্য সংশোধন করার লিংক পাবেন। সেখানে ক্লিক করলে ফরম ২ আসবে। ফরম ২ সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে। তারপর কম্পিউটার থেকে প্রিন্ট করে অফিসে জমা প্রদান করতে হবে। তাহলে আপনার ছবি পরিবর্তন করার আবেদন হয়ে যাবে।
কত দিন পরে নতুন ছবি তোলার জন্য ডাকা হবে? আবেদন গ্রহণ করলে ২০ দিনের মধ্যে ছবি পরিবর্তন করার জন্য ডাকা হবে। আইডি ছবি পরিবর্তন করতে হলে আপনাকে প্রয়োজনীয় কাগজ পত্র ও ফি প্রদান করতে হবে। কারণ এটা সরকারি কাজ যেখানে কিছু আবেদন জন্য ফি দিতে হবে। ভোটার আইডি কার্ড ছবি পরিবর্তন করুন খুব সহজে। কিন্তু আগে আপনাকে ছবি পরিবর্তন করার নিয়ম জানতে হবে।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন কি কি লাগে
ভোটার আইডি কার্ড ছবি পরিবর্তন করতে কি কি লাগে? জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২. আইডি নম্বর, জন্ম নিবন্ধন ও সংশোধনের ফি ডকুমেন্ট শো করতে হবে। এছাড়াও নোটিশ অনুযায়ী আপনাকে কাগজ পত্র ম্যানেজ করতে হবে।
এনআইডি কার্ড ছবি পরিবর্তন করতে কি কি লাগেঃ
- জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ ডাউনলোড
- আবেদনকারী এনআইডি কার্ডের ফটোকপি।
- জন্ম নিবন্ধন কপি।
- ছবি পরিবর্তন করার জন্য সত্যায়িত কপি।
- সংশোধন ফি রশিদ Transaction ID দিতে হবে।
অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন
অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন না। কারণ আপনাকে সরাসরি ছবি তোলার জন্য অফিসে যেতে হবে। তবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ফরম ২ প্রিন্ট বা ডাউনলাড করতে হবে। যাতে আপনি আবেদন ফরম পূরণ করে উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে পারেন। কিভাবে আইডি কার্ড ছবি সংশোধন ফরম পাবেন? তারজন্য আপনাকে https://services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। সেখানে আপনি ফরম ২ পাবেন তা ডাউনলোড করুন।
কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি সংশোধন আবেদন করবেন? তাদের নিজেস্ব ওয়েবসাইট https://services.nidw.gov.bd যেতে হবে। সেখানে ডাউনলো অপশন থেকে ফরম ২ ডাউনলোড করতে হবে। তারপর প্রিন্ট করুন এবং ফরম পূরণ করুন। এবার ছবি সংশোধন ফরম উপজেলাতে জমা প্রদান করুন। তাহলে আপনাকে নতুন আইডি কার্ডের ছবি তোলার জন্য তারিখ বলে দিবে।
ভোটার আইডি কার্ডের ছবি তোলার নিয়ম
আইডি কার্ডের ছবি তোলার আগে আপনাকে নিয়ম জানতে হবে। যাতে আপনার ছবি সুন্দর ও স্পষ্ট হয়। এনআইডি ছবি সংশোধন আবেদন জমা দিলে ছবি তোলতে পারবেন। আপনাকে এসএমএস মাধ্যমে জানানো হবে। ছবি তোলার কত দিন পর এনআইডি কার্ড পাবেন? সাধারণ ৩ সপ্তাহ বা ২০ কার্যদিবস মধ্যে পেয়ে যাবে।ভোটার আইডি কার্ডের ছবি তোলার নিয়ম কি? আইডি কার্ড ছবি তোলার সময় মুখ বের করে রাখতে হবে, সুন্দর ভাবে ক্যামেবার সামনে যেতে হবে এবং সামনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন।
NID আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম
NID আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে হলে আগে আবেদন করতে হবে। আবেদন ফরম অফিসে জমা দিলে ছবি তোলতে পারবেন। কিভাবে আপনি NID ছবি পরিবর্তন আবেদন করবেন? তারজন্য আপনাকে ওয়েবসাইট https://services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। সেখানে ফরম ২ পত্র পূরণ করে আপলোড করতে হবে। তাহলে আপনার ছবি পরিবর্তন আবেদন হয়ে যাবে।
NID আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম জানুুনঃ
ধাপ ১ঃ https://services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন
প্রথমে https://services.nidw.gov.bd প্রবেশ করুন। এখানে আপনি NID সকল তথ্য, আবেদন ও সংশোধন বিষয় পাবেন। ছবি পরিবর্তন করতে এই লিংক ভিজিট করতে হবে।
ধাপ ২ঃ জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ পূরণ
ওয়েবসাইট থেকে ডাউনলোড লিংকে যান। সেখান থেকে আপনি উপরে সংশোধন অপশনে ক্লিক করুন। এবার আপনি জাতীয় পরিচয় পত্র ফরম ২ চলে আসবে তা পূরণ করতে হবে। সংশোধন পত্র প্রিন্ট করতে হবে। কারণ এই প্রিন্ট কপিটি ইউনিয়ন পরিষদে জমা প্রদান করতে হবে।
ধাপ ৩ঃ এনআইডি কার্ড ছবি পরিবর্তন জন্য তথ্য প্রদান
- প্রথমে আবেদনকারীর নাম দিতে হবে।
- NID কার্ড নম্বর দেন।
- সংশোধনের জন্য বিষয় সিলেক্ট করুন (যেমনঃ ছবি পরিবর্তন)
- সংশোধন চাহিত বিষয় প্রদান করুন।
- ভোটার আইডি কার্ড কপি ও ছবি পরিবর্তনের প্রত্যয়ন পত্র শো করতে হবে।
আইডি কার্ডের ছবি পরিবর্তন সংশোধন ফি
NID কার্ডের যেকোনো তথ্য সংশোধন করতে চাইলে সরকারি ফি প্রদান করতে হবে। আইডি কার্ডের ছবি পরিবর্তন সংশোধন ফি কত? সাধারণ আপনাকে ছবি পরিবর্তন করতে ২৩০ টাকা প্রদান করতে হবে। কিভাবে আপনি সংশোধন ফি প্রদান করবেন? এনআইডি অফিসিয়ালি ওয়েবসাইট services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। ওয়েবসাইট ডাসবোর্ড থেকে সংশোধন ফি ক্লিক করুন। তারপর আপনাকে মোবাইল ব্যাকিং বিকাশ, নগদ ও রকেট মাধ্যমে ফি সেন্ট করতে হবে।
মোবাইল ব্যাকিং বিকাশ, রকেট ও নগদ মাধ্যমে NID কার্ডের ছবি সংশোধন ফি নিয়ম দেখুনঃ
- বিকাশ এ্যাপস ওপেন করতে হবে।
- সরকারি বিল NID SERVICE অপশন চুজ করতে হবে।
- আবেদনকারীর এনআইডি নম্বর দেন।
- বিকাশ পিন দিয়ে ফি ২৩০ টাকা সেন্ট করুন।
- বিকাশ ট্যাপ করে ধরে রাখুন।
এবার আপনাকে ছবি পরিবর্তন বা সংশোধন আবেদন কপিটি প্রিন্ট করতে হবে। তারপর উপজেলায় গিয়ে আপনাকে আবেদন কপি জমা দিতে হবে। তারপর আপনাকে মোবাইল ম্যাসেজ মাধ্যমে ছবি তোলার তারিখ জানানো হবে। তখন আপনি ছবি তোলার তিন সপ্তাহ পর যোগাযোগ করতে পারেন। তাহলে নতুন ছবি যুক্ত আইডি কার্ড পাবেন।
NID Card Picture Change
How to Change NID Card Picture? Enter NID website https://services.nidw.gov.bd. Click on download option above then form 2 letter will appear. Form 2 Fill all the information correctly including name, ID number and date of birth and submit. আবেদন সম্পূর্ণ হলে কপি প্রিন্ট করুন। আবেদনকৃত কপি ইউনিয়নে জমা দিন। তাহলে আপনাকে ভোটার ছবি তোলার তারিখ এসএমএস মাধ্যমে জানাবে।
আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম
আইডি কার্ড ছবি তোলার সময় আপনাকে স্বাক্ষর করতে হয়। অনেক সময় স্বাক্ষর ভালো হয় না। আবার যেকোনো প্রতিষ্ঠানে কাজের জন্য স্বাক্ষর চেক করলে মিলে না। তখন আইডি কার্ড স্বাক্ষর পরিবর্তন করতে চান? তারজন্য আপনাকে সংশোধন আবেদন করতে হবে।
কিভাবে আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করবেন? আপনাকে https://services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। তারপর সংশোধন উপর ক্লিক করতে হবে। তারপর সংশোধন বিষয় জন্য স্বাক্ষর সিলেক্ট করতে হবে। এবার আপনার সকল তথ্য নাম, ঠিকানা, আইডি নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। তারপর স্বাক্ষর সংশোধন ফি দিতে হবে। তাহলে আপনার সংশোধন আবেদন শেষ হবে। আইডি কার্ড স্বাক্ষর পরিবর্তন ফি কত? স্বাক্ষর পরিবর্তন ফি ২৩০ টকা জমা দিতে হবে।