জাতীয় পরিচয় পত্র চেক – NID Card Verification Online। জাতীয় পরিচয় পত্র যাচাই করার মাধ্যমে আইডি কার্ড সম্পর্কে জানতে পারবেন। আপনি কি আইডি কার্ড আবেদন করেছেন? তাহলে আপনার ভোটার আইডি কার্ড সম্পর্কে জানতে চাইলে চেক করতে হবে । তাহলে আপনার ভোটার আইডি কোথায় অবস্থান, কত দিন সময় লাগবে, কোন অফিসে আছে জানতে পারবেন। আপনি কি জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারেন। যদি না পারেন তাহলে আমাদের তথ্য গুলো পড়তে পারেন। কারণ এখানে সহজভাবে আলোচনা করা হয়েছে।
আমাদের ওয়েবসাইট এনআইডিগভবিভকত থেকে জাতীয় পরিচয় পত্র সকল তথ্য জানতে পারেন। এছাড়াও এখান থেকে জাতীয় পরিচয় পত্র চেক ২০২৪, NID Card Verification, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড, জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম বিস্তারিত জানতে নিচে যান।
জাতীয় পরিচয় পত্র চেক
কিভাবে জাতীয় পরিচয় পত্র চেক করবেন? প্রথমে এনআইডি ওয়েবসাইট https://services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। এবার আপনার আইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করুন। হিউম্যান ভেরিফিকেশন করতে ক্যাপচা পূরণ করুন এবং সাবমিট করুন। তাহলে আপনার বাংলাদেশ কতৃক জাতীয় পরিচয় পত্র প্রোফাইল দেখতে পারবেন।
আপনি কে জাতীয় পরিচয় পত্র চেক করবেন? আইডি আসল বা নকল যাচাই করতে অনলাইন চেক করা হয়। কারণ বর্তমানে ফেক আইডি প্রকাশিত হচ্ছে। যা দেশের সকল মানুষের জন্য ক্ষতিকর। কিভাবে বোঝবেন আইডি কার্ড আসল না নকল? আসল আইডি কার্ডে সরকারি লগো থাকবে । নকল ভোটার আইডি কার্ড সাধারণ কাগজ হয়ে থাকবে। যেখানে কোনো লগো থাকবে না।
আরো পড়ুন: নতুন ভোটার আইডি কার্ড চেক – NID Card Check
জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম জানেন? আজকে আমরা এখানে আইডি চেক করার সকল তথ্য শিয়ার করবে। যাতে আপনি সহজে ঘরে বসে নিজে নিজে চেক করতে পারেন। আপনি দু্ভাগে চেক করতে পারবেন। প্রথমত ওয়েবসাইট লিংক ও ভূমি মন্ত্রনালয় ওয়েবসাইট থেকে। জাতীয় পরিচয় পত্র যাচাই করার নিয়ম দেখুনঃ
ধাপ ১. https://services.nidw.gov.bd ভিজিট
জাতীয় পরিচয় পত্র যাচাই করতে https://services.nidw.gov.bd ওয়েবসাইট প্রবেশ করতে হবে। Bangladesh NID Application System পেজে নিয়ে আসবে। এটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়ালি পেজ। এখান থেকে আইডি কার্ড চেক করতে হবে। অন্যথায় আপনি চেক করতে পারবেন না। যদি নেটওয়ার্ক সম্যসা হয় তাহলে অপেক্ষা করুন।
ধাপ ২. আইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান
এই ধাপে আপনাকে আইডি নম্বর ও জন্ম তারিখ অপশন আসবে। এবার কাজ হলে আইডি অনুযায়ী নম্বর ও জন্ম তারিখ প্রদান করুন। এখানে তথ্য ভুল হলে আইডি কার্ড চেক করতে পারবেন না। তাই মনোযোগ সহকারে আইডির তথ্য দিতে হবে। তার নিচে একটা ক্যাপচা আসবে তা পূরণ করুন এবং সাবমিট বাটুনে ক্লিক করুন। যদি আপনার সকল তথ্য সঠিক হয় তাহলে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
ধাপ ৩. স্থায়ী ও বর্তমান ঠিকানা যাচাই
এখানে স্থায়ী ও বর্তমান ঠিকান প্রদান করতে হবে। বিভাগ. জেলা, উপজেল ও গ্রাম আইডি কার্ড সাথে মিল রেখে প্রদান করুন। কারণ কোনো তথ্য ভুল হলে আইডি কার্ড যাচাই করতে ব্যর্থ হবে।
ধাপ ৪. মোবাইল নম্বর ভেরিফিকেশন
উপরের ধাপ সঠিক হলে মোবাইল ভেরিফিকেশন চাইবে। তারজন্য আপনাকে একটি নম্বর দিতে হবে। নম্বরটি অবশ্যই সচল হতে হবে। কারণ সিম নম্বরে একটি ওটিপি যাবে। সেই ৬ সংখ্যার ওটিপি ১ মিনিটির মধ্যে সেন্ট করতে হবে। তাহলে আপনার নম্বর ভেরিফিকেশন হয়ে যাবে।
ধাপ ৫. ফেস ভেরিফিকেশন যাচাই
জাতীয় পরিচয় পত্র যাচাই করতে হলে ফেস ভেরিফিকেশন করতে হবে। তারজন্য আগে থেকে NID WALLET এ্যাপস ডাউনলোড করে রাখতে হবে। সেখানে আপনার QR কোর্ড স্ক্যান করার জন্য ফেস ডান থেকে বাম দিকে ঘুরান। তাহলে আপনার ভেরিফিকেশন যাচাই হয়ে যাবে।
ফেস ভেরিফিকেশন সঠিক হলে আপনার প্রোফাইল চলে আসবে। সেখান থেকে আপনি আইডি কার্ড ডাউনলোড, সংশোধন ও চেক করতে পারবেন।
NID Card Verification
NID Card Verification Online চেক করুন। How to do NID Card Verification? Bangladesh NID Application System website https://services.nidw.gov.bd should be entered. Now fill ID number, date of birth and captcha. Submit with your address and face verification. Then you can verify ID card with your profile picture. NID Card Verification করতে কি কি লাগে? জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ, ঠিকানা, ফেস ভেরিফিকেশ করতে হয়। ভোটার আইডি কার্ড চেক করতে বিস্তারিত পড়ুন।
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
কিভাবে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করবেন? নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করুন। তারপর আইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। তাহলে আপনার ছবি যুক্ত প্রোফাইল চলে আসবে। নিচে স্ক্রল ডাউন করে ডাউনলোড অপশনে ক্লিক করুন। তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র ডাউনলোড হয়ে যাবে।
আপনি চাইলে এসএমএস মাধ্যমে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। তারজন্য মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে NID স্পেস আইডি নম্বর স্পেস জন্ম তারিখ দিয়ে ১০৫ সেন্ট করুন। তাহলে আপনাকে ম্যাসেজ মাধ্যমে এনআইডি কপি দেখাবে।
Example: NID space ID NUMBER space Date of Birth Sent to 105
জাতীয় পরিচয় পত্র যাচাই ২০২৪
কিভাবে জাতীয় পরিচয় পত্র যাচাই ২০২৪ করব? আপনাকে https://ldtax.gov.bd ওয়েবসািইট প্রবেশ করুন। ওয়েবসাইট প্রবেশ পর মেনুবার থেকে পাসপোর্ট অপশনে ক্লিক করুন। এবার আপনার আইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করুন। নিচে nid check বাটুন উপর চাপ দিনে। তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।
ভোটার আইডি কার্ড হাতে আসলে যাচাই করার প্রয়োজন নাই। তবে আপনার ভোটার কার্ড বিলুপ্ত হলে অনলাইন থেকে যাচাই করে বের করতে পারেন। অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র কিভাবে বের করব? প্রথমে গুগোল সার্চ করতে হবে। nidgov.com । এবার ওয়েবসাইট প্রবেশ করে লগইন করুন। তাহলে আপনার আবেদনকৃত যাচাই পত্র দেখতে পারবেন।