পুরাতন ভোটার আইডি কার্ড চেক
পুরাতন ভোটার আইডি কার্ড চেক

পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে চান? তাহলে আপনাকে অনলাইন থেকে  চেক করতে হবে।  পুরাতন ভোটার কারা? যারা ২০১৭ সালের পূর্বে ভোটার হয়েছেন তারা হলো পুরাতন ভোটার। পুরাতন ভোটার আইডি কার্ড দুই ভাবে চেক করতে পারেন। প্রথম আপনি থানায় জিডি করে আপনার আইডি কার্ড পেতে পারেন । নাহলে  অনলাইন থেকে রিইস্যুর আবেদন করতে হবে। আজকে আমরা অনলাইন থেকে কিভাবে পুরাতন ভোটার আইডি কার্ড সংগ্রহ করবো তা আলোচনা করবো।

আপনি চাইলে আমাদের সাইট  Nidgov.com থেকে পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম, NID রিইস্যুর আবেদন করার নিয়ম, রিইস্যুর আবেদন করতে কি কি লাগে, রিইস্যুর আবেদন করতে ফ্রি কত, পুরাতন  আইডি কার্ড ডাউনলোড,  থানায় সাধারণ ডায়েরি (GD) করার নিয়ম জানতে হলে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।

পুরাতন ভোটার আইডি কার্ড চেক

আপনার পুরাতন ভোটার আইডি কার্ড  হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? তাহলে আপনি এখন কি করবেন? প্রথমে আপনাকে থানায় হারানো আইডির জন্য জিডি করতে হবে। জিডি করা হলে আপনাকে  জিডি কপি সংগ্রহ করতে হবে। তারপর আপনাকে  services.nidw.gov.bd ওয়েব  পোর্টালে প্রবেশ করতে হবে। আর আপনার তথ্য অনুযায়ী NID Account রেজিষ্ট্রশন করতে হবে। রেজিষ্ট্রশন  করা হলে আপনাকে ফ্রি প্রদান করতে হবে। যখন আপনার ফ্রি দেওয়া সম্পূর্ণ হবে তখন জিডি কপি সহ  রিইস্যুর আবেদন করতে হবে।  আপনি কি থানায় জডি করার নিয়ম জানেন? না জেনে থাকলে নিচে তথ্য গুলো পড়ুন।

থানায় সাধারণ ডায়েরি (GD) করার নিয়ম

থানায় কিভাবে জিডি করবেন? আপনি থানায় গিয়ে হারানো আইডি তথ্য বর্ণনা করবেন এবং এনআইডি নম্বরটি প্রদান করুন। জিডি করার পর আপনাকে একটি কপি দেওয়া হবে আর তারা একটি নিজের কাছে রাখবে। থানায় জিডি করতে কত টাকা দিতে হবে? সাধারণত জিডি করতে কোনো টাকা লাগে না। আপনি নিসন্দেহ জিডি করতে পারেন। বরং পুলিশ আপনাকে সহযোগীতা করবে। তারপর যদি জিডি লিখার নিয়ম জানতে চান তাহলে বিস্তারিত জানতে আরো পড়ুন।

অনলাইনে এনআইডি কার্ড রিইস্যুর আবেদন করার নিয়ম

অনলাইন আপনি এনআইডি কার্ড রিইস্যুর আবেদন কিভাবে করবেন? আপনাকে প্রথমে তাদের ওয়েবসাইট https://services.nidw.gov.bd  প্রবেশ করতে হবে। এবার আপনার এ্যাকাউন্ট লগইন করতে হবে।  ব্যক্তিগত তথ্য ও কাগজপত্র যখন চাইবে তখন জিডি করা ডকুমেন্ট গুলো প্রদান করুন। তাহলে আপনি অপশন পাবেন। যেখানে লিখা থাকবে যারা এর আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তাদের পুনরায় এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি দিয়ে আবেদন করতে হবে।

আরো পড়ুন: ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ – NID Card Download

এছড়াও আপনি চাইলে চারভাবে ভোটার আইডি কার্ড রিইস্যুর আবেদন করতে পারবেন। যথা:

  • থানায়  জিডি ডায়েরি  করে,
  • NID এ্যাকাউন্ট ওয়েবসাইট  রেজিস্ট্রেশন
  • এনআইডি রিইস্যুর আবেদন
  • পুরাতন আইডি ডাউনলোড

এছাড়াও পুরাতন আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম দেওয়া হলোঃ

ধাপ ১. এনআইডি এ্যাকাউন্ট রেজিস্ট্রেশন

  1. NID ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তাই আপনাকে গুগোল থেকে   ‍জাতীয় পরিচয়পত্রের একাউন্ট রেজিস্টার এই লিংকে  প্রবেশ করতে হবে।
  2. আপনার জাতীয় পরিচয়পত্র পুরাতন নাম্বারটি প্রদান করুন। তার নিচে জন্ম তারিখ ও মোবাইল প্রদান করে সাবমিট বাটুনে  ক্লিক করুন।
  3. এবার আপনার ঠিকানা প্রদান করতেহবে এবং ফেস ভেরিফিকেশন করতে হবে। যারজন্য আপনাকে NID Wallet Apps Download করতে হবে।
  4. NID Wallet Apps ওপেন করে QR কোড স্ক্যান করতে হবে।

আপনার স্ক্যান হলে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তাহলে আপনি পুরাতন আইডির জন্য রিইস্যুর আবেদন করতে পারবেন।

ধাপ ২. রিইস্যুর আবেদন

পুরাতন ভোটার আইডি কার্ড চেক - Old NID Card Check

জাতীয় পরিচয়পত্র এ্যাকউন্ট লগইন হলে আপনাকে চারটি অপশন দেখাবে। সেখান থেকে আপনি রিইস্যুর অপশনে ক্লিক করুন। তাহলে নতুন পেজ আসবে সেখান থেকে উপরের এডিট অপশনে ক্লিক করুন। সেখানে প্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম, পুলিশ অফিসারের পদবী, GD Number, থানার  নাম  ও তারিখ  প্রদান করতে হবে। সকল তথ্য দেওয়া হলে পরবর্তী বাটুনে ক্লিক করুন।

ধাপ ৩. রিইস্যু ফি প্রদান

রিইস্যু ফি প্রদান করার জন্য পেজ চলে আসবে। সেখানে আপনাকে  টাকা প্রদান করতেহভে। এনআইডি রিইস্যু ফি কত? রিইস্যু ফি ৩৪৫ টাকা ভ্যাট সহ প্রদান করতে হবে এবং জুরুলী ভাবে চাইলে ৫৭৫ টাকা প্রদান করতে হবে। কিভাবে আইডি রিইস্যুর ফি জমা দিবেন? আপনাকে অনলাইনে  বিকাশ বা রকেট মাধ্যমে সরকারি পে বিল মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি দেওয়ার  বিতরণের  চুজ করতে হবে।

ধাপ ৪. এনআইডি রিইস্যুর আবেদন সাবমিট করুন

এনআইডি রিইস্যুর সাবমিট কিভাবে করবেন? তারজন্য আপনাকে থানায় জিডি করার কপি সংরক্ষণ করতে হবে। কারণ এনআইডি রিইস্যুর সাবমিট করতে GD Scan Copy ভালোমানের ছবি আপলোড করতে হবে। রিইস্যুর আবেদন সাবমিট হতে কত দিন সময় লাগে? এনআআডি আবেদন সাবমিট হতে সাধারণত ১৫-২০ দিন সময় লাগতে পারে। কিভাবে বুঝবেন আপনার এনআইডি রিইস্যুর আবেদন সাবমিট হয়েছে? এই জন্য আপনাকে এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে  । আবার আপনি অনলাইন থেকে সাবমিট হয়েছে কি দেখতে পারবেন।

Old NID Card Check

How to do Old NID Card Check? First you need to enter SID website link services.nidw.gov.bd. Now register NID Account and apply for re-issue. Free to be paid on completion of registration. GD copy must be shown before submitting reissue application. Old nid or lost nid অনলাইন থেকে আপনি সহজে বের করতে পারবেন। তার জন্য আপনার এনআইডি নম্বর বা স্লিপ নম্বর জানতে হবে। কিভাবে Old NID Card ডাউনলোড করবেন? তাদের নিজেস্ব ওয়েবসাইট প্রবেশ পর আপনার আইডি  লগইন  করুন। ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।

পুরাতন ভোটার আইডি কার্ড  ডাউনলোড

পুরাতন ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন? এনআইডি ওয়েবসাইট services.nidw.gov.bd প্রবেশ করুন এবং ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তাহলে আপনি পুনরাতন এনআইডি কার্ড দেখতে ও ডাউনলোড করার অপশন পাবেন। আপনি কি ডাউনলোড অপশন পাচ্ছেন না? তাহলে আপনার এনআইডি রিইস্যু আবেদন সাবমিট হয়নি। ভালো ভাবে চেক করুন এবং অনলাইনে আবার সাবমিট করুন। এনআইডি কার্ড ডাউনলোড করতে আরো পড়ুন।

 পুরাতন ভোটার আইডি চেক করতে কি কি লাগে

পুরাতন ভোটার আইডি কার্ড  চেক করতে  আপনাকে আগে থানায় জিডি করতে হবে। কারন জিডি কপি আপনাকে অনলািইনে শো করতে হবে। এছাড়াও পুরাতন  আইডি কার্ড চেক করতে আইডি নম্বর, জন্ম তারিখ, বয়স ও মাস প্রয়োজন পড়বে। Old NID Card Number Check Online জানতে বিস্তারিত পড়ুন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *