Services.nidw.gov.bd | NID BD তথ্য সেবা
Services.nidw.gov.bd | NID BD তথ্য সেবা

Services.nidw.gov.bd | NID BD তথ্য সেবা হলো নির্বাচন কমিশনের নিজেস্ব প্রতিষ্ঠান। এখানে আপনি এনআইডি সকল তথ্য জানতে ও পড়তে পারবেন। আপনি জানেন হলো বাংলাদেশ ভারত আমেরিকা আরব আমিরাত, দুবাই সকল প্রায় সকল দেশে ১৮ বছর হলে ভোটার জন্য উপযুক্ত হয়ে যায়। যখন ভোটারের জন্য প্রাপ্ত বয়স হবে তখন আপনি Services.nidw.gov.bd | NID BD তথ্য সেবা গ্রহণ করতে হবে।  এখানে আপনি এনআইডি বা ভোটার হওয়ার সকল আপডেট তথ্য পেয়ে যাবেন। কিভাবে আপনি এনআইডি কার্ড আবেদন করবেন, আইডি চেক করার নিয়ম , কোন ওয়েবসাইট মাধ্যমে এনআইডি করবেন?

উপরের সকল প্রশ্ন উত্তর জানতে হলে আপনাকে আমাদের  NIDGOV.COM ওয়েবসাইট সাথে থাকুন। এখানে আপনি এনআইডি বিষয়ে সকল বিষয় জানতে পারবেন। Services.nidw.gov.bd ওয়েবসাইট কি কি সেবা দিয়ে থাকে? এই লিংক থেকে আপনি  NID Card Download,  Smart NID Card Status Check করতে পারবেন। এছাড়াও Services.nidw.gov.bd | NID BD তথ্য  সম্পর্কে বিস্তারিত জানতে নিচে যান।

Services nidw gov bd login

Services nidw gov bd ওয়েবসাইট বাংলাদেশের জনগনের কল্যাণে তৈরি করা হয়েছে। বাংলাদেশের নাগরিক হতে হলে কত বছর বয়স হতে হবে? সাধারণত রুলস অনুযায়ী বাংলাদেশের নাগরিক বা ভোটার হতে হলে ১৮  বছর হতে হবে। তাহলে আপনি এনআইডি জন্য আবেদন করতে হবে। কোথায় এনআইডি আবেদন করবো? তারজন্য আপনাকে আমাদের দেওয়া Services nidw gov bd প্রবেশ করতে হবে।

Services nidw gov bd লিংকে কোন সেবা গুলো পেতে পারি? সেখানে আপনি আইডি কার্ড চেক, এনআইডি কার্ড জন্য আবেদন, কারেকশন, স্মাট কার্ড চেক, হারানো আইডি কার্ড  ফেরত পাওয়ার জন্য রিউস্যু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি উক্ত সেবা গুলো নিচে আলোচনা করব। জানতে হলে আপনাকে নিচে যেতে হবে।

Services.nidw.gov.bd NID BD তথ্য সেবা

Services.nidw.gov.bd লিংক হলো একমাত্র NID BD তথ্য সেবার প্রাণ ক্রেন্দ্র। আপনি যদি এনআইডি জন্য আবেদন করতে চান তাহলে এই লিংক প্রবেশ করতে হবে। কারণ এই ওয়েবসাইট হলো বাংলাদেশে নির্বাচন কমিশন অফিসের নিজেস্ব প্রতিষ্ঠান । এখানে সরকারি ভাবে ওয়েবসাইট পরিচালিত হয়। Services.nidw.gov.bd মাধ্যমে কি তথ্য সেবা পাবো?  নতুন ভোটার হওয়ার আবেদন, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড,  NID Card Re-Issue.

এনআইডি কার্ড  আবেদন করেছেন কি? যদি না করে থাকেন তাহলে নিচের লিংকে প্রবেশ করুন। আপনি কি ভোটার আইডি কার্ড জন্য আবেদন লিংক সম্পর্কে অবগত? যদি না জেনে থাকেন তাহলে আরো পড়ুন।

নতুন ভোটার হওয়ার আবেদন

আপনি কি নতুন ভোটার হতে চান? তাহলে আপনাকে আপনাকে ভোটার ফর্ম পূরণ করতে হবে। কিভাবে ভোটার ফর্ম পূরণ করবেন? তারজন্য আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট লিংক https://services.nidw.gov.bd/nid প্রবেশ করতে হবে।  নতুন ভোটর হতে কি কি শর্ত প্রয়োজ্য? প্রথমত আপনাকে ১৮ বছর হতে হবে। তাহলে আপনি নাগরিক হতে পারবেন। এনআইডি কার্ড করতে কি কি কাগজ লাগে? আপনাকে জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট সনদ পত্র ও পিতা – মাতার জন্ম নিবন্ধন শো করতে হবে।

কিভাবে ভোটার আবেদন করবেন? এনআইডি সরকারি ওয়েবসাইট https://services.nidw.gov.bd ভিজিট করুন। সেখানে আবেদন করার জন্য এক্যাউন্ট করুন। তারপর আপনার নাম, বাবা মার নাম, জন্ম তারিখ ও ঠিকানা প্রদান করুন। এবার  ক্যাপচা পূরণ করুন এবং সাবমিট করুন।

ভোটার বা এনআইডি হওয়ার জন্য কি ফি প্রদান করতে হয়? এখানে আপনি বিনামূল্যে আবেদন করতে পারবেন। এছাড়াও সরকারি ভাবে প্রতিবছর হালদা নাগাদ হয়ে থাকে । আপনি যদি হালদা নাগাদ মাধ্যমে ভোটার হন তাহলে কোনো টাকা লাগবে না। আর যদি অনলাইন ভোটার জন্য আবেদন করেন তাহলে সরকারি ফি প্রদান করতে হবে। নতুন ভোটার আবেদন অনলাইন সম্পর্কে বিস্তারিত জানতে নিচে যান।

এনআইডি কার্ড ডাউনলোড – NID Card Download

NID সেবার  মধ্যে ডাউনলোড একটি। আপনি যদি এনআইডি কার্ড ডাউনলোড করতে চান তাহলে তাদের সার্ভারে প্রবেশ করতে হবে।

কিভাবে আপনি এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন? তারজন্য আপনাকে  https://services.nidw.gov.bd সার্ভারে প্রবেশ করতে হবে। সেখানে আপনার জন্ম নিবন্ধন তারিখ, এনআইডি নাম্বার  দিতে হবে। নিচে  প্রদর্শনি ক্যাপচা পূরণ করুন  এবং  সাবমিট করুন।  তাহলে আপনি ছবি সহ প্রোফাইল দেখতে পাবেন। প্রোফাইলের নিচে ডাউনলোড অপশন দেখতে পাবেন। এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন এবং প্রিন্ট করুন। NID Card Download করতে চাইলে নিচে যান।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক – Smart Care Status Check Online

বর্তমানে সকল আইডি কার্ড স্মাট করছে সরকার। ২০১৫ সালের আগে যাদের আইডি কার্ড ছিলো তাদের আইডি কার্ড পরিবর্তন করা হয়েছে। কারণ সকল আইডি কার্ড স্মাট কার্ড করে দিবে। কিভাবে বুঝবেন স্মাট কার্ড? স্মাট কার্ডে সাধারণত সরকারি লগো থাকবে যা জাল করা সম্ভব নয়। কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন? তারজন্য আপনাকে এনআইডি অফিসিয়ালি https://services.nidw.gov.bd/nid-pub পেজে প্রবেশ করতে হবে। সেখানে আপনার পুরাতন আইডি কার্ড নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সার্চ  করতে হবে। তাহলে  আপনার স্মার্ট কার্ড চলে আসবে।

Smart  Card Status Check Online মাধ্যমে চেক করতে পারবেন। যদি আপনার আইডি কার্ড কাজ সম্পূন্ন হয়ে থাকে। কারণ স্মার্ট কার্ড হতে সময় লাগে। এছাড়াও Smart  Card Status Check করার বিস্তারিত নিয়ম জানতে চাইলে আরো পড়তে পারেন।

 এনআইডি কার্ড সংশোধন – NID Correction

আপনার যদি এনআইডি কার্ড ভুল হয় তাহলে কি করবেন? তারজন্য আপনাকে সংশোধন করতে হবে। কিভাবে  এনআইডি কার্ড সংশোধন করবেন? তারজন্য আপনাকে এনআইডি সার্ভার বা তথ্য প্রদানকারী লিংক https://services.nidw.gov.bd/nid-pub প্রবেশ করতে হবে। আবেদনকৃত এ্যাকাউন্ট লগইন করতে ইউজার নেম ও পাসওয়ার্ড দেন। এবার ইডিট   অপশনে ক্লিক করে  আপনার  তথ্য সংশোধন করুন। সংশোধন ফর্ম পূরণ করা হলে সাবমিট করুন।

NID Correction করতে কত খরচ হয়? NID Correction করার জন্য ৩৪৫ টাকা সরকারি ভাবে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হয় । NID Correction করতে কি কি লাগে? তারজন্য আপনাকে প্রয়োজনীয় কাগজ পত্র যোগাড় করতে হবে। যেমন পিতা-মাতার আইডি কার্ড, নিজের আইডি কার্ড নাম্বার, জন্ম নিবন্ধন কার্ড প্রদান করতে হবে। NID Correction সম্পর্কে জানতে চাইলে লিংকে ক্লিক করুন।

হারানো আইডি কার্ড উত্তলন

অনেক সময় ভুল বসত ভোটার আইডি কার্ড হারিয়ে যায়। তখন কি করবে তা বুঝতে পারেনা। তাদের জন্য আমরা ভালো সাজেশন রাখবো  যা জানতে হলে মনোযোগ সহকারে পড়ুন। কিভাবে হারানো আইডি কার্ড উত্তলণ করবেন? তারজন্য আপনাকে প্রথমে থানায় জিডি করতে হবে।  আইডি কার্ড উত্তলণ জন্য আবেদন করতে হবে যেখানে জিডি কপিটা প্রদান করতে হবে। তাহলে আপনাকে হারানো আইডি উত্তলণ করতে পারবেন।

এছাড়াও আপনি হারানো আইডি নাম্বার অনলাইন মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তারজন্য আপনাকে আইডি নাম্বার জানতে হবে। কিভাবে অনলাইন থেকে হারানো   আইডি কার্ড ডাউনলোড করবো? প্রথমে আপনাকে তাদের নিজেস্ব ওয়েবসাইট https://services.nidw.gov.bd/nid-pub যেতে হবে। সেখানে আপনাকে আপনাকে এ্যাকাউন্ট রেজিস্ট্রশন করতে হবে। এবার আপনার আইডি নাম্বার ও জন্ম তারিখ প্রদান করত হবে। তাহলে আপনার আইডি ও ছবি সহ দেখানে হবে। এবার আপনি নিচের ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।

NID Application

যারা এখনো এনআইডি করেনি তাদের জন্য ভালো খবর। কারন তারা চাইলে অনলাইন থেকে NID Application  করতে পারবে। তারজন্য আপনাকে NID Application করার সঠিক নিয়ম ও তথ্য জানতে হবে। How to do NID Card Application? First, visit their website https://services.nidw.gov.bd. From there click on Apply link. Now enter your name, date of birth. Fill captcha for human verification. Then you have to give all your information name, parents name, address. Once all the information is given click on submit option. Print the submission form and submit it to the upazila.

যা NID অফিসিয়ালি ওয়েবসাইট নির্দেশনাবলি দেওয়া হয়েছে। আপনি NID Application করার আগে নিয়ম গুলো ভালো ভাবে চেক করুন। আর NID Application করতে চাইলে ক্লিক করুন।

এনআইডি চেক – NID Card Check

এনআইডি আবেদন শেষ হলে দেখার পালা। আপনার এনআইডি কোথায়, কি অবস্থায় আছে তা সহজে জানতে পারবেন। কিভাবে  এনআইডি চেক করবেন? তারজন্য আপনাকে services.nidw.gov.bd  প্রবেশ করতে হবে।  এবার জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম তারিখ দিন। সত্যতা যাচাই করার জন্য ক্যাপচা আসবে তা পূরণ করুন। তাহলে আপনার প্রোফাইল ছবি যুক্ত আইডি স্কিনে আসবে। এভাবে আপনি অনলাইন থেকে চেক করতে পারেন। ভোটার আইডি কার্ড চেক করার সকল নিয়ম জানতে আরো পড়ুন।

NID Card হলো সরকারি নথিপত্র। How to do NID Card Check? At first visit website link https://services.nidw.gov.bd. Then, Click on the ID Status option from the menu bar. Now provide ID number and date of birth. Then you can check your ID card.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *