NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক – SIM Registration Check by NID। আপনি অবশ্যই সিম ব্যবহার করেন। কিন্তু সিমটা কার নামে আছে। কিভাবে আপনি বুঝবেন? আপনি চাইলে NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। ২০১৫ সালের আগে সিম কিনতে এনআইডি কার্ড প্রয়োজন হতো না। কিন্তু এখন নিরপত্তার জন্য এনআইডি কার্ড ও বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। যাতে নিজের সিম নিজ নামে ও নিজ আইডি কার্ড দিয়ে তুলতে হয়। অজান্তে কেউ আপনার নামে সিম ব্যবহার করলে অনলাইন মাধ্যমে জানতে পারবেন। তারজন্য আপনার এনআইডি নাম্বার প্রদান করতে হবে।
আজকে আমাদের NIDGOV.COM ওয়েবসাইট NID নাম্বার দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক নিয়ম আলোচনা করব। এখান থেকে আপনার নামে কয়টি সিম রেজিষ্ট্রশন আছে জানতে পারবেন। এছাড়াও আপনার কয়টি সিম রেজিষ্ট্রশন আছে, আইডি কার্ড দিয়ে সিম কার্ড রেজিষ্ট্রশন চেক, সিম কার নামে চেক করার নিয়ম, সিম রেজিষ্ট্রশন বাতিল কারার নিয়ম জানতে নিচে যান।
NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক
NID দিয়ে সিম রেজিস্ট্রেশন কিভাবে চেক করবেন? প্রথমে মোবাইল অপশনে গিয়ে *১৬০০১# ডায়াল করতে হবে। তাহলে আপনাকে একটি ইনপুট অপশন দেখাবে। সেখানে আপনার আইডি কার্ড শেষ চারটি সংখ্যা প্রদান করতে হবে। এবার ১৬০০১ নম্বারে সেন্ট করতে হবে। তাহলে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম চালু আছে ম্যাসেজ মাধ্যমে জানিয়ে দিবে।
অন্যথায় বিআরটিসি ওয়েবসাইট https://dis.btrc.gov.bd/ login করুন। সেখানে আপনার এনআইডি নম্বর ও ফ্রিংগার প্রিন্ট দিয়ে ভেরিফািই করুন। তাহলে আপনার সিম এনআইডি দিয়ে রেজিষ্ট্রশন চেক করা হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে NID নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
- প্রথমে মোবাইল অপশনে গিয়ে *১৬০০১# ডায়াল করুন।
- আপনার NID নাম্বার শেষ চারটা ডিজিট প্রদান করুন।
- সর্বশেষ ১৬০০১ নম্বরে সেন্ট করুন।
সিম কোন আইডি দিয়ে রেজিষ্ট্রশন করা হয়েছে? কিভাবে আপনি বুঝবেন? আপনি চাইলে ও সিম দিয়ে আইডি বের করতে পারবেন না। কারন এটা কম্পানি কতৃক সিস্টেম।
আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে
আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে কিভাবে বুঝবেন? আপনাকে মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে *১৬০০১# ডায়াল করতে হবে। তাহলে আপনাকে কয়েকটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনাকে আইডি কার্ড নাম্বার প্রদান করতে হবে। তাহলে আপনার নামে যে কয়টি সিম চালু আছে আপনাকে দেখাবে। কেন আপনি সিম রেজিষ্ট্রশন দেখতে চান? কারণ সিম দিয়ে অনেক বিভ্রান্তমূলক কাজ হচ্ছে। তাই সতর্কতার জন্য আপনাকে এনআইডি কার্ড চেক করতে হবে। যদি আপনার নামে সিম চালায় ? তাহলে আপনি কিভাবে সিম বাতিল করবন? সিম বাতিল করার নিয়ম জানতে চাইলে আরো পড়ুন।
সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
যদি আপনার সিম প্রয়োজন না হয় তাহলে সিম বাতিল করতে পারেন। কারন অনেক সময় হারিয়ে যায়। তখন অন্য কেউ সিম চালালে আপনার ক্ষতি হতে পারে। তাহলে কিভাবে সিম রেজিষ্ট্রশন বাতিল করবো? তারজন্য আপনাকে সিম কম্পানির কাষ্টমার কেয়ার যোগযোগ করবেন। তাহলে তারা আপনার নামে সিম রেজিষ্ট্রশন বাতিল করে দিবে। অন্যথায় যদি ফোন বা সিম হারিয়ে যায় তাহলে থানায় জিডি করবেন। তাহলে আপনার জন্য ভালো হবে। তবে সিম রেজিষ্ট্রশন করার আগে ভোটার আইডি কার্ড আবেদন করতে হবে।
সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন
আপনি চাইলে অনলাইন থেকে সিম রেজিষ্ট্রশন করতে পারবেন। তবে সিম কম্পানি আলাদা আলাদা হওয়ায় কোড নাম্বার ভিন্ন হয়। আপনি কি সকল সিমের কোর্ড নম্বর জানেন। রবির ডায়াল *১৬০০১#, এয়ারটেল ডায়াল *১৬০০১#, বাংলালিক ডায়াল *১৬০০১#, গ্রামীণফোন ৪৯৪৯ ও টেলিটক ১৬০০ নম্বরে ডায়াল করতে হবে। তাহলে আপনি রেজিষ্ট্রশন চেক করার সকল অপশন পাবেন। তবে আপনাকে ভোটার আইডি নাম্বার প্রদান করতে হবে। না হলে আপনার সিম রেজিষ্ট্রশন চেক করতে পারবেন না।
এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক
আইডি নাম্বার দিয়ে সিম রেজিষ্ট্রশন করতে পারবেন। যদি আপনি সঠিক নিয়ম জানেন। কিভাবে এনআইডি দিয়ে সিম রেজিষ্ট্রশন চেক করবেন? তারজন্য আপনাকে মোবাইল থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। তাহলে আপনি সিম রেজিষ্ট্রশন করার জন্য সকল তথ্য দেখ পারবেন। এখানে জাতীয় পরিচয় পত্র শেষ চার সংখ্যা চাইবে তা প্রদান করতে হবে। যেকোনো জাতীয় পরিচয় পত্র নম্বর দিলে হবে না । আপনার সিম যে আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রশন আছে তার সাথে মিলতে হবে।
সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে কিভাবে দেখবো? তারজন্য আপনাকে প্রথমে *১৬০০১# ডায়াল করতে হবে। তারপর আপনার সামনে অপশন আসবে তা সিলেক্ট করতে হবে। নিবন্ধনকৃত নম্বরটি সাথে মিল রেখে আিইডি কার্ড নম্বর শো করতে হবে। তাহলে আপনাকে ফিডব্যাকের মাধ্যমে জানিয়ে দিবে। কার নামে সিমটি রেজিষ্ট্রশন করা হয়েছে।
সিম রেজিস্ট্রেশন নাম্বার দেখার নিয়ম
আপনি যখন সিম কিনতে যাবেন তখন রেজিষ্ট্রশন করতে হবে। সিম রেজিষ্ট্রশন হয়েছে কিনা কিভাবে বুঝবেন? তারজন্য মোবাইল ফোন থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। তারপর আপনার সকল তথ্য দিয়ে সাবমিট করুন। তাহলে আপনার সকল তথ্য ও কার নামে হয়েছে তা জানতে পারবেন। অনলাইন থেকে কিভাবে সিম রেজিষ্ট্রশন চেক করবেন? তারজন্য আপনাকে ম্যাসেজ বা USSD মাধ্যম ব্যবহার করতে হবে। অনলাইন মাধ্যমে সিম নিবন্ধন চেক করতে চাইলে আপনাকে ডায়াল করতে হবে। তারপর আপনার আইডির শেষ চার সংখ্যা প্রদান করতে হবে। তাহলে আইডি কার্ড নাম্বার অনুযায়ী সকল সিম রেজিষ্ট্রশনকৃত নাম চলে আসবে।
SIM Number Check by NID
SIM Number Check by NID Online. How to SIM Number Check by NID online? First dial *16001# with mobile message option. Then give the last four digits of your ID card. Finally, You can do SIM registration by dialing 16001. With NID you will get BRTC SIM check, SIM registration, registration check and all government services. এনআইডি কার্ড মাধ্যমে উপরের সকল সেবা গ্রহণ করুন।