স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন। Smart Card Status Check Online থেকে বের করুন সহজে। আপনি কি Smart Card জন্য আবেদন করেছেন? তাহলে খুবই শিঘ্রই পেয়ে যাবেন। কিন্তু যারা এখনো স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস হাতে পাইনি তারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন। কারণ এনআইডি কার্ড এখন সার্ভারে পাওয়া যাচ্ছে। Smart Card Status নতুন ভোটারদের জন্য সুখবর। কিন্তু যারা ২০০৮ সালে ভোটার হয়েছেন তারা Smart এনআইডি স্মার্ট কার্ড হাতে পাইনি। তাহলে কিভাবে Smart Card Status হাতে পাবেন? তারজন্য আমরা সকল প্রসেস আলোচনা করবো।
আপনি এখান থেকে Smart Card Status Check Online, স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন, এসএমএস দিয়ে Smart Card Status Check , স্লিপ নম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক, কিভাবে অনলাইন থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন, এনআইডি নম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক , স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করার নিয়ম জানতে নিচে যান।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
আপনি কি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন করতে যাচ্ছেন? প্রথমে এনআইডি ওয়েবসাইট https://services.nidw.gov.bd প্রবেশ করুন। তাহলে আপনি smart status check অপশন পাবেন। সেখানে ক্লিক করলে নতুন পেজ পাবেন। এবার আপনার ফরম নম্বর, জন্ম তারিখ (বছর-মাস- তারিখ) ও ক্যাপচা পূরণ করুন। নিচে সাবমিট বাটুন পাবেন ক্লিক করুন। তাহলে আপনার আবেদনকৃত স্মার্ট কার্ড স্ট্যাটাস চলে আসবে। সেখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। তারজন্য আপনাকে এ্যাড্রেস বাটুনে ক্লিক করুন। তাহলে কোথায় আপনাকে যোগযোগ করতে হবে তা জানিয়ে দিবে।
বর্তমানে বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। যারফলে এনআইডি স্মার্ট কার্ড প্রদান করছে। আপনি কি স্মার্ট কার্ড স্ট্যাটাস পেয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ধন্যবাদ। আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য। কারণ এখানে স্মার্ট কার্ড চেক অনলাইন থেকে বের করার সকল প্রসেস আলোচনা করবো।
তবে বর্তমানে যারা ভোটার হচ্ছে তাদের সরাসরি স্মার্ট কার্ড প্রদান করছে। কিন্তু যারা আগে ভোটার হয়েছে তাদের নতুন করে স্মার্ট কার্ড দিচ্ছে। তাহলে পুরাতন ভোটার কিভাবে স্মাট কার্ড পাবে? তারজন্য আপনাকে তাদের ঘোষিথ তারিখ অথবা অনলাইন থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। স্মার্ট কার্ড পাওয়ার আগে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে।
Smart Card Status Check Online
কিভাবে Smart Card Status Check Online করবেন? তারজন্য আপনাকে প্রথমে তাদের অফিসিয়ালি ওয়েবসাইট https://services.nidw.gov.bd/nid-pub/card-status প্রবেশ করতে হবে। তারপর একটি ফর্ম পূরণের জন্য একটি ফাঁকা ঘর চলে আসবে। সেখানে আপনার জন্ম নিবন্ধন কার্ড নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই আপনার তথ্য গুলো সঠিক হতে হবে। না হলে আপনার তথ্য সাবমিট করবে না । এনআইডি স্মাট কার্ড চেক ধাপগুলো নিচে দেওয়া হলোঃ
- প্রথমে আপনাকে এনআইডি কার্ড অফিসিয়ালি ওয়েবসাইট https://services.nidw.gov.bd প্রবেশ করুন।
- ওয়েবসাইট মেনুবার থেকে Smart Card Status উপর ক্লিক করুন।
- এবার আপনার ফরম নম্বর নম্বর প্রদান করুন।
- আপনার জন্ম তারিখ প্রদান করুন।
- এবার ক্যাপচা পূরণ করে এবং সাবমিট বাটুনে ক্লিক করুন।
এসএমএস দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
আপনি কি এসএমএস দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে চান? তারজন্য আপনাকে মোবাইল অপশনে গিয়ে SC <space> NID <space> nid কার্ডের নাম্বার লিখে ১০৫ নম্বররে প্রদান করতে হবে।
উদাহরণঃ SC <space> NID <space> ১৬৫৬৮৯০৯
আবার আপনি চাইলে ভোটার স্লিপ নম্বর দিয়ে স্মার্ট কার্ড চেক করতে পারবেন। তারজন্য আপনাকে আলাদা ভাবে ম্যাসেজ সেন্ট করতে হবে। তাই প্রথমে SC <space> F <space> ফরম নাম্বার <space> জন্ম তারিখ দিয়ে ১০৫ নম্বরে বার্তা পাঠাতে হবে। তাহলে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা তা জানিয়ে দিবে।
- প্রথমে আপনাকে ম্যাসেজ অপশনে SC লিখতে হবে।
- তারপর এনআইডি NID লিখে স্পেস দিতে হবে।
- এবার আপনার এনআইডি নম্বর দিয়ে স্পেস দিন।
- সর্বশেষ ১০৫ নম্বরে বার্তা সেন্ট করুন।
স্মার্ট কার্ড রেড়ি হলে এসএমএস মাধ্যমে স্মার্ট কার্ড পেয়ে যাবেন।
স্লিপ নম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
আপনি চাইলে ভোটার স্লিপ নম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। ভোটার স্লিপ নম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক কিভাবে করব? তারজন্য প্রথমে আপনাকে NID BD ওয়েবসাইট প্রবেশ করুন। স্মার্ট কার্ড স্ট্যাটাস লিংক ভিজিট করুন। এবার আপনার স্লিপ নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। তাহলে স্লিপ নম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করতে পারবেন।
অন্যদিকে, আপনি মোবাইট এসএমএস দিয়ে স্লিপ নম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। এখন আপনাকে ম্যাসেজ অপশনে গিয়ে SC <space> ভোটার স্লিপ নম্বর স্পেস 105 নাম্বারে বার্তা পাঠান। তাহলে আপনার আবেদনকৃত তথ্য ও ছবি সহ এনআইডি কার্ড চলে আসবে। কিভাবে এনআইডি কার্ড সংশোধন করবেন? ভোটার আইডি কার্ড সংশোধন করতে লিংকে ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে এনআইডি কার্ড সংশোধণ অনলাইন কপি চেক করতে পারেন।
NID নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
nid নাম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক কিভাবে করবেন? ম্যাসেজ গিয়ে SC <space> NID <space> nid ফরম নাম্বার লিখে ১০৫ নম্বররে প্রদান করতে হবে। তাহলে আপনাকে ম্যাসেজ ফিডব্যাকে জানানো হবে। আবার আপনি চাইলে অনলাইন থেকে nid নাম্বর দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। অনলাইন থেকে স্মার্ট কার্ড যাচাই করতে https://services.nidw.gov.bd ভিজিট করতে হবে। সেখানে আপনার এনআইডি নাম্বার, জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে।
ভোটার স্মার্ট কার্ড আইডি কার্ড পেতে চান? তাহলে আপনাকে সরকারি নির্দেশনা দেওয়া না পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি আপনার খুবই প্রয়োজন হয় তাহলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। আপনি বেশ কিছু নিয়ম মাধ্যমে Smart Card Status Check করতে পারবেন। তার মধ্যে অন্যতম হলো এনআইডি নম্বর, ভোটার স্লিপ নম্বর, এসএমএস মাধ্যমে এনআইডি কার্ড চেক করতে পারবেন। তাহলে nid নাম্বর দিয়ে Smart Card Status Check করবেন? প্রথমে আপনাকে এনআইডি নম্বর স্পেস জন্ম তারিখ স্পেস দিয়ে ১০৫ নম্বর সেন্ট করুন। তাহলে আপনার ভোটার স্মার্ট তৈরি হয়েছে কি জানিয়ে দিবে। যদি স্মাট কার্ড প্রস্তুত হয় তাহলে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করুন। আবার আপনি কম্পিউটার থেকে লিমিনিটিং করে নিতে পারবেন।
Smart NID Card Check
বাংলাদেশ সরকার NID Card স্মার্ট কার্ড রূপে পরিণতি করেছে। এখানে আগের সংখ্যার চেয়ে কম সংখ্যায় এনছে। আগে এনআইডি কার্ড ১৭ টি সংখ্যা ছিলো কিন্তু এখন ৯ সংখ্যায় স্মার্ট কার্ড করেছে। কিভাবে Smart NID Card বের করবে? তারজন্য আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট https://services.nidw.gov.bd প্রবেশ করতে হবে। সেখানে আপনার সকল তথ্য যেমন জন্ম তারিখ, ভোটার স্লিপ নম্বর, পাসওয়ার্ড দিয়ে লগইন করলে Smart NID Card প্রোফাইল দেখতে পাবে। তবে যদি স্মার্ট কার্ড না হয় তাহলে আপনি দেখতে সক্ষম হবেন না।
স্মার্ট কার্ড স্ট্যাটাস ডাউনলোড
স্মার্ট কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন? তাহলে আপনাকে অনলাইন থেকে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ লিংকে প্রবেশ করতে হবে। সেখানে আপনার তথ্য দিয়ে স্মার্ট কার্ড চলে আসবে । সেখানে আপনি ডাউনলোড লিখা দেখতে পাবেন। এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন তাহলে আপনার স্টোরে সেভ হয়ে যাবে। যদি আপনার স্মার্ট কার্ড অনলাইনে না দেখায় তাহলে আপনাকে পৌরসভায় যেতে হবে। কারণ মাঝে মাঝে স্মার্ট কার্ড সম্পূর্ণ লেখা আসলেও অনলাইনে পাওয়া যায় না । তখন আপনাকে নির্বাচন অফিসে যোগযোগ করতে হবে।
FAQ
স্মার্ট কার্ড হয়েছে কিনা চেক করবো কিভাবে?
নির্বাচন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইট এআইবদিগভ প্রবেশ করুন। তারপর Smart Status Card অপশন পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন ইন্টার ফেজ আসবে। যেখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে সাবমিট বাটুনে ক্লিক করুন। তাহলে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা পেন্ডিং রয়েছে জানতে পারবেন।
স্মার্ট কার্ড রেডি হলে কিভাবে বোঝবেন?
অনলাইন থেকে এনইববিঘভ ওয়েবসাইট মাধ্যমে স্মার্ট কার্ড চেক করতে হবে। যদি আইডি কার্ড প্রস্তুত হয় তাহলে দেখতে পারবেন। রেডি না হলে আপনার আইডি কার্ড পেন্ডিং দেখাবে।