ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ - NID Card Download
ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ - NID Card Download

ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ – NID Card Download করতে চান? তাহলে এই পোষ্টটি আপনার জন্য। কারণ এখানে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সকল নিয়ম আলোচনা করা হবে. আপনি  কি ভোটার আইডি কার্ড  হাতে পাননি? তাহলে আপনি অনলাইন   থেকে ভোটার  বা এনআইডি কার্ড ডাউনলোড  করুন। আপনি যদি ঘরে বসে  এনআইডি কার্ড   ডাউনলোড করতে চান তাহলে তাদের অফিসিয়ালি ওয়েবসাইট প্রবেশ করতে হবে।

আপনি কি জানেন কোন  মাধ্যম দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড  হয়। আপনি চাইলে স্লিপ নম্বর , ফর্ম নম্বর, জন্ম নিবন্ধন নম্বর ভোটার বা এনআইডি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনি  NID Card Download, NID Card  পিডিএফ ডাউনলোড, services.nidw.gov.bd download  করতে পারেন।  সুতরাং ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে নিচে যান।

ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ কিভাবে করবেন? তারজন্য আপনাকে ভোটার তথ্য অফিসিয়ালি ওয়েবসাইট service.nidwbd.com প্রবেশ করতে হবে। এবার জাতীয় পরিচয় পত্র ১৭ সংখ্যার নাম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। তাহলে আপনার ভোটার আইডি কার্ড প্রোফাইল চলে আসবে। সেখান থেকে ডাউনলোড ক্লিক করে প্রিন্ট করুন। অনেকে ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম এবং ছবি তোলার পর আইডি কার্ড হাতে পাইনা। সেখানে  আপনি ভোটার স্লিপ নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে পারেন।

কিভাবে আপনি ভোটার স্লিপ নাম্বর পাবেন? তারজন্য আপনাকে এনআইডি বা ভোটার আইডি কার্ড আবেদন ফর্ম   ডাউনলোড করতে হবে। না হয় আপনাকে অনলাইন  থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে হবে। এবার আপনাকে  গুগোল ক্রমে গিয়ে এনআইডি আবেদন ফর্ম লিখে সার্চ  করুন এবং  পাসওয়ার্ড ও  ইউজারনেম দিয়ে লগইন করতে হবে।  তাহলে আপনি আইডি কার্ড ডাউনলোড করার জন্য স্লিপ নম্বর পেয়ে যাবেন। এনআইডি কার্ড ডাউনলোড করার আগে ভোটার আইডি চেক করতে হবে। তাহলে আপনি ডাউনলোড অপশন পাবেন।

NID Card Download 2024

NID Card Download 2024 করতে চান? তাহলে আপনাকে প্রথমে  নির্বাচন কমিশনের নিজেস্ব ওয়েবসাইট লিংক প্রবেশ করতে হবে. সেখানে আপনি  স্লিপ নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করুন। তাহলে আপনার তথ্যবহুল এনআইডি কার্ড চলে আসবে। আপনি সেখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করুন। এবার আপনাকে এনআইডি কার্ড ওয়ালেট অ্যাপস ডাউনলোড করতে হবে। কারণ অ্যাপস মাধ্যমে আপনাকে তথ্য প্রদান করতে হবে। যদি সকল তথ্য সঠিক হয় তাহলে আপনি   NID Card Download করতে সক্ষম হবেন।

অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

্আপনি কি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করার নিয়ম জানেন? যদি জানেন তাহলে নিজে ঘরে বসে এনআইডি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।  যারা পারেন না তাদের জন্য আপনি সঠিক নিয়ম নির্দেশনাবলি দিবো। যাতে আপনি সঠিক নিয়মে ভোটার আইডি কার্ড হাতে পেতে পারেন। যার জন্য আপনাকে নিচের নিয়ম গুলো ফলো করতে হবে।

  • প্রথমে আপনাকে ভোটার বা এনআইডি কার্ড অফিসিয়ালি ওয়েবসাইট লিংক services.nidw.gov.bd ইন্টার করতে হবে।
  • তারপর স্লিপ নম্বর  প্রদান করতে হবে।
  • এবার জাতীয় পরিচয় পত্র শো করতে হবে। যেটার মাধ্যমে আপনি ভোটার আইডি আবেদন করেছেন।
  • আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে।
  • এখন মোবাইল নম্বর প্রদান করতে হবে। যাতে আপনি এনআইডি কার্ড একাউন্ট যাচাই করতে পারেন।
  • NID wallet অ্যাপস ডাউনলোড করতে হবে, যাতে আপনি   Face verification করতে পারেন।
  • এনআইডি কার্ড সার্ভার থেকে অনলাইন ডাাউনলোড কপিতে ক্লিক করুন.

উপরের নিয়মগুলো ফলো করলে আপনি সহজে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে  আপনি স্মাট কার্ড পাবেন না। অনলাইন কপি  দিয়ে সকল কাজ করতে পারবেন। কিভাবে স্মাট কার্ড হাতে পাবেন? তারজন্য আপনাকে  আরো বিস্তারিত পড়তে হবে।

NID Card Online Copy Download

আপনি কি NID card online copy download করতে চান? তাহলে আপনাকে অনলাইন থেকে service.nidwbd.com ওয়েবসাইট প্রবেশ করতে হবে। কারণ সেখানে এনআইডি সংক্রান্ত সকল তথ্য দেওয়া আছে। আপনি যদি এনআইডি বা ভোটার কার্ড জন্য আবেদন পর কপি না পান তাহলে এই পোষ্টটি আপনার জন্য। কারণ এখানে এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড বা বের করার সকল তথ্য দেওয়া হয়েছে।

আবার আপনি এখান থেকে এনআইডি কার্ড জন্য আবেদন লগইন করতে পারবেন। তবে NID card online copy download করতে হলে আপনাকে গুগোল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনি কি অ্যাপস নাম জানেন? NID card online copy download করার জন্য অ্যাপস নাম হলো ওয়ালেট বা NID wallet । এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন?  অ্যপাস ডাউনলোড কারার নিয়ম জানতে হলে আরো পড়তে হবে।

কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করব

কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করব? আইডি কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে কিছু নিয়ম জানতে হবে। কারণ প্রত্যেক জিনিসের কিছু নিয়ম আছে। যা মানতে আপনি বাধ্য।  ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম হলো:

ধাপ ১- ভোটার আইডি  ওয়েবসাইট রেজিষ্ট্রেশন

 ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ - NID Card Download

আপনি যখন প্রথম ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে যাবেন তখন তাদের নিজেস্ব ওয়েবসাইট লিংক প্রবেশ করতে হবে। কিভাবে  ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য রেজিষ্ট্রেশন করবেন? তাই আপনাকে প্রথমে www.service.nidwbd.com লিংকে প্রবেশ করতে হবে । এবার আপনাকে আবেদন কৃত এ্যাকাউন্ট রেজিষ্ট্রশন করতে হবে। ভোটার একাউন্ট কিভাবে রেজিষ্ট্রশন করবেন? তারজন্য আপনাকে স্লিপ নম্বর দিয়ে রেজিষ্ট্রশন  করতে হবে। তাহলে আপনি একাউন্ট প্রবেশ প্রথম রাস্তা পেয়ে যাবে। এবার আপনাকে লগইন করতে ইউজার নাম ও পাসওয়ার্ড প্রয়োগ করতে হবে। তারপর আপনাকে ফর্ম নম্বর, জন্ম তারিখ, ক্যাপচা পূরণ করতে হবে।

ধাপ ২- আপনার ঠিকানা যাচাই

এবার আপনার সামনে বর্তমান ঠিকানা যাচাই করার জন্য ফর্ম চলে আসবে।  সেখান থেকে আপনাকে আবেদনকৃত ফর্ম অনুযায়ী ঠিকানা প্রদান করতে হবে। এখানে আপনাকে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জেলা , বিভাগ, উপজেলা সহ যেসকল তথ্য চাইবে তা সঠিকভাবে প্রদান করতে হবে। কারণ ভুল তথ্য দিয়ে সার্ভার গ্রহণ করবে না । বরং আপনার এ্যাকাউন্ট লক করে দিবে যা আপনি আর প্রবেশ করতে পারবেন না । তাই সর্তকতার সাথে আপনি ঠিকানা গুলো পূরণ করুন.

ধাপ ৩- মোবাইল ওটিপি (OTP) যাচাই

উপরের ধাপ গুলো সম্পূন্ন করেছেন,  তাহলে সাবমিট বাটুনে ক্লিক করুন। এবার   আপনার সামনে মোবাইট নম্বর চাইবে। আপনাকে েএকটি সচল মোবাইট নম্বর প্রথম ও শেষ ডিজিট প্রদান করতে হবে। যা অবশ্যই তুন ভোটার  আইডি কার্ড  আবেদন সময় ব্যবহার করেছেন। কারণ আপনার মোবাইল একটি ৬ সংখ্যার ওটিপি যাবে। যা আপনাকে সঠিক ভাবে ২ মিনিটের মধ্যে ওটিপি বসাতে হবে।

ধাপ ৪- ফেস ভেরিফিকেশন (NID Wallet)

ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ - NID Card Download

ফেস ভেরিফিকেশন কিভাবে করবেন? তারজন্য আপনাকে মোবাইল দিয়ে গুগোল  প্লে স্টোর থেকে NID Wallet নামে অ্যাপস ডাউনলোড করতে হবে। এবার আপনার সামনে QR কোর্ড চলে আসবে। যা আপনাকে NID Wallet অ্যাপস দিয়ে কোর্ডটি র্স্ক্যান করতে হবে । এখন ডাউনলোড কৃত অ্যপসটি ওপেন করতে হবে। এখন কোর্ডটি ভেরিফিকেশন শুরু করুন। কোর্ডটি  যদি সঠিক হয় তাহলে পরবর্তী ধাপে চলে যাবে।  তারপর আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। যার জন্য আপনার চোখকে ক্যামেরার সামনে রেখে ডান থেকে বাম দিকে ঘুরান। সমস্ত তথ্য যদি সঠিক হয় তাহলে আপনাকে success  লেখা দেখাবে।

এছাড়াও এখান থেকে ভোটার আইডি সংশোধন নিয়ম, এনআইডি সংশোধন ডাউনলোড করার নিয়ম দেখতে সক্ষম হবে। তাই নিয়ম গুলো ভালোভাবে ফলো করুন।

ধাপ ৫- পাসওয়ার্ড প্রদান করুন

এবার আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। যাতে আপনি ভবিষ্যতে ভেরিফিকেশন ছাড়াই এনআইডি বা জাতীয় পরিচয় পত্র  লগইন করতে পারেন। কেন আপনি পাসওয়ার্ড  প্রদান করবেন? কারণ ভোটার আইডি কার্ড সংশোধন করতে বা চেক করতে সহজ হয়।

ধাপ ৬- NID কার্ড ডাউনলোড

 ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ - NID Card Download

আপনি যখন পাসওয়ার্ড দিয়ে  সকল ধাপ শেষ করবেন তখন nid server  লগইন করতে পারবেন। সেখানে আপনার আবেদনকৃত প্রোফাইল ও ছবি চলে আসবে। সেখানে আপনি এনআইডি ডাউনলোড করার অপশন পাবেন। ডাউনলোড ‍উপর ক্লিক করলে এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে।

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড ২০২৪

আপনি কি জাতীয় পরিচয় পত্র ডাউনলোড ২০২৪ করতে চান? তাহলে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে হবে কিভাবে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করবেন? প্রথমে এনআইডি জন্ম তারিখ ও আইডিন নম্বর দিয়ে এক্যাউন্ট লগইন করুন। জাতীয় পরিচয় পত্র চেক করার মাধ্যমে  আপনার ছবি যুক্ত প্রোফাইল আসবে। প্রোফাইল নিচে ডাউনলোড লেখা দেখতে পাবেন। যেখানে ক্লিক করলে আপনি জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *